ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ সংসদ অধিবেশন শুরু

প্রকাশিত: ০৫:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০১৬

আজ সংসদ অধিবেশন শুরু

সংসদ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আজ রবিবার বসছে। বিকেল পাঁচটায় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে। অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করতে অধিবেশনের আগেই বৈঠক হবে সংসদের কার্যোপদেষ্টা কমিটির। অধিবেশন সামনে রেখে ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ গত ৫ সেপ্টেম্বর এই অধিবেশন আহ্বান করেছেন। কারণ সংবিধানে এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসার বিধান রয়েছে। এই অধিবেশন দুই সপ্তাহ চলার সম্ভাবনা রয়েছে। আজ বিকেল ৪টায় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচী চূড়ান্ত করা হবে। সংক্ষিপ্ত হলেও এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস ছাড়াও সমসাময়িক গুরুত্বপূর্ণ বেশকিছু ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, ইতোপূর্বে উত্থাপিত ১১টি বিল এই অধিবেশনে পাসের অপেক্ষায় আছে। আর নতুন ৪টি বিল সংসদে জমা পড়েছে। এই বিলগুলো হচ্ছে-বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) বিল-২০১৬, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিল-২০১৬, বাংলাদেশ নার্সিং এ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল বিল-২০১৬ এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল-২০১৬। এছাড়াও জামায়াত-শিবির নিষিদ্ধে নতুন বিলসহ আরও কয়েকটি বিল আসার সম্ভাবনা রয়েছে।
×