ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে বিপণি বিতানে বন্দুকধারীর হামলায় নিহত ৫

প্রকাশিত: ০৫:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রে বিপণি বিতানে বন্দুকধারীর হামলায় নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বার্লিংটনের এক বিপণিবিতানে শুক্রবার বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন নারী। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বার্লিংটনের জনপ্রিয় ক্যাসকেড শপিংমলে এই গুলির ঘটনা ঘটে। খবর সিএনএন ও এএফপির। হামলাকারী একজন হিস্পানিক তরুণ। তার শরীরে ধূসর রঙের শার্ট ছিল। পুলিশ হামলাকারীর ছবি প্রকাশ করেছে। তাকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় পুলিশ মুখপাত্র সার্জেন্ট মার্ক ফ্রান্সিস বলেন, ক্যাসকেড শপিংমলের এই গুলির ঘটনায় চার নারী নিহত হয়েছে। আহত অবস্থায় এক পুরুষকে হাসপাতালে নেয়া হলে মারা যান তিনি। ফ্রান্সিস বলেন, এই হামলায় একজনই অংশ নেয়। পুলিশের অপর মুখপাত্র রিক জনসন বলেন, আমরা এই হামলার কারণ এখনও আঁচ করতে পারিনি। ঘটনাস্থলে উপস্থিত সকলের সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে। এই সাক্ষ্যগ্রহণের পরই আমরা পরবর্তী পদক্ষেপ নেব। প্রাথমিকভাবে আমরা সাধারণ জনগণকে ক্যাসকেড শপিংমলের আশপাশের এলাকা পরিহার করে চলার পরামর্শ দিচ্ছি। আমরা স্থানীয় জনগণকে ওই হামলাকারীকে দেখামাত্র পুলিশকে খবর দেয়ার পরামর্শ দিয়েছি। তিনি আরও বলেন, ঘটনার পরপরই আমরা ওই শপিংমল থেকে আগতদের সরিয়ে নেই। বার্লিংটন ওয়াশিংটন অঙ্গরাজ্যের প্রধান শহর সিয়াটল থেকে প্রায় ৭০ মাইল উত্তরে। সন্দেহভাজনকে ধরতে বিপণিবিতানটির প্রতিটি দোকানে পুলিশ তল্লাশি চালাচ্ছে। পুলিশ আসার আগেই গুলিবর্ষণকারী ঘটনাস্থল থেকে সরে পড়ে। মিনেসোটা অঙ্গরাজ্যের অপর এক বিপণিবিতানে এক ব্যক্তির ছুরিকাঘাতে ৯ জন আহত হওয়ার এক সপ্তাহের মধ্যেই বার্লিংটনে এ ঘটনা ঘটল। মিনেসোটার ঘটনায় হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়। এ ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা ধরে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এফবিআই।
×