ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৫ মিনিটের বেশি টিভি দেখলেই

প্রকাশিত: ০৫:১৮, ২৫ সেপ্টেম্বর ২০১৬

১৫ মিনিটের বেশি টিভি দেখলেই

ব্রিটেনের স্ট্যাফোর্ডশায়ার ইউনিভার্সিটি ৩ বছরে ৬০ শিশুর ওপর গবেষণা চালিয়ে গবেষকরা নিশ্চিত হয়েছে যে, দিনে ১৫ মিনিটের বেশি টিভি দেখলেই সৃজনশীলতা কমে যায় শিশুদের। বিশেষ করে যে শিশুরা বই পড়ে বা কোন সমস্যার সমাধান করতে পারে তাদের থেকে পিছিয়ে পড়ে। তবে এর কম সময় টিভি দেখলে এতটা ক্ষতিকর প্রভাব পড়ে না। -ওয়েবসাইট থালা নেই অজুহাতে ... প্রায় মাসখানেক ধরে ভাঙ্গা ডান হাত কোনমতে সামলে বাঁ হাতে পানি দিয়ে মেঝে পরিষ্কার করেন পালমতী দেবী (৬০)। তারপর অপেক্ষা করেন, কখন দুপুরের খাবার আসবে। খাবার আসে ঠিকই। তবে থালায় করে নয়! এককর্মী এসে মেঝেতেই ঢেলে দিয়ে যায় সামান্য ভাত, ডাল আর তরকারি। খিদের জ্বালায় এভাবেই খেতে বাধ্য হন বৃদ্ধা! ভারতের ঝাড়খণ্ডের রাঁচি ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে এমন ঘটনারই মুখোমুখি হচ্ছেন রোগীরা! প্রশ্ন উঠছে, বছরে সরকারের কাছ থেকে ৩০০ কোটি রুপি অনুদান রোগীকে থালায় করেও কি খেতে দিতে পারে না? -সংবাদ প্রতিদিন
×