ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রুশ-মার্কিন পরিকল্পনার বাস্তবায়ন চাই ॥ লাভরভ

প্রকাশিত: ০৫:১৭, ২৫ সেপ্টেম্বর ২০১৬

রুশ-মার্কিন পরিকল্পনার বাস্তবায়ন চাই ॥ লাভরভ

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, সিরিয়ার সংঘাত বন্ধে রুশ-মার্কিন পরিকল্পনা অবশ্য বাস্তবায়ন করতে হবে। কারণ, এর কোন বিকল্প নেই। এদিকে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, মস্কো তার দিক থেকে সিরিয়া শান্তিচুক্তির প্রতি সমর্থন অব্যাহত রেখেছে, কিন্তু বিদ্রোহীরা নতুনভাবে গোষ্ঠীবদ্ধ হচ্ছে বলে তিনি অভিযোগ করেন এবং ওয়াশিংটনের পক্ষ থেকে আরও স্বচ্ছতা দেখানোর আহ্বান জানান তিনি। খবর বিবিসি ও এএফপি অনলাইনের। সিরীয় সামরিক বাহিনী বিদ্রোহী অধিকৃত এলাকাগুলো পুনর্দখলে দৃঢ় প্রতিজ্ঞ হওয়াসহ উত্তরাঞ্চলীয় শহর আলেম্পোয় শুক্রবার একদিন ধরে অবিরাম বিমান হামলা চালিয়েছে। এই সময়েই লাভরভ জাতিসংঘে বলেন, যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী গ্রুপগুলো নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য ওয়াশিংটন দায়ী। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগে স্বাক্ষরিত ৭ দিনের অস্ত্রবিরতি চুক্তি সোমবার ভেঙ্গে পড়ে। লাভরভ বলেন, অস্ত্রবিরতির একটি প্রধান শর্ত ছিল যুক্তরাষ্ট্র সমর্থিত মধ্যপন্থী বিদ্রোহী গ্রুপগুলো নিজেদের জঙ্গীদের কাছ থেকে তাদের পৃথক রাখবে। কিন্তু এটা দুঃখজনক যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট তাতে সমর্থ হয়নি। যদিও তিনি বলেছেন, তার ‘ভাল বন্ধু’ পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আবাস দিয়েছিলেন যে, বিষয়টা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিতে রয়েছে। লাভরভ বলেন, জঙ্গী নুসরা ফ্রন্টের সঠিক অবস্থান জানা গেলে তিনি বুঝতেন, বৈরিতার অবসান ও মানবিক ত্রাণ সরবরাহ সম্ভব হবে। এখন রুশ-মার্কিন চুক্তির ভাঙ্গন রোধ খুবই প্রয়োজন। তিনি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় রক্তক্ষয়ী ঘটনার বিষয়ও উল্লেখ করেন তার বক্তব্যে। কেরি বলেছেন, তিনি লাভরভের সঙ্গে বৈঠক করেছেন এবং সিরিয়া বিষয়ে মতপার্থক্যের ওপর অগ্রগতি হয়েছে অত্যন্ত কম। তিনি বলেন, আমরা এক গঠনমূলক দিকে কিছু পারস্পরিক ধারণা নিয়ে কথা বলেছি। কিন্তু বিবিসি বলেছে, কোন কূটনৈতিক অগ্রগতি ক্ষীণ বলে মনে হয় এবং এ সপ্তাহে সিরিয়ায় সহিংসতা এখন সম্পূর্ণভাবে যুদ্ধাবস্থায় চলে গেছে। পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, আলেপ্পোয় একদিনে বিমান হামলায় অন্তত ৪৫ বেসামরিক লোক নিহত হয়েছে।
×