ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বালুচ নেতার আশ্রয় প্রার্থনা বিবেচনা করছে ভারত

বেলুচিস্তানে নৃশংসতা বন্ধ না হলে নিষেধাজ্ঞা ॥ পাকিস্তানকে ইইউ

প্রকাশিত: ০৫:১৭, ২৫ সেপ্টেম্বর ২০১৬

বেলুচিস্তানে নৃশংসতা বন্ধ না হলে নিষেধাজ্ঞা ॥ পাকিস্তানকে ইইউ

পাকিস্তানের নৃশংসতার শিকার বেলুচিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। এর ভাইস প্রেসিডেন্ট রিসজার্ড জারনেকি বলেছেন, এশিয়ার এ দেশটি এই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে ব্যর্থ হলে ইউরোপীয় ইউনিয়ন ইসলামাবাদের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, এক মৌন প্রতিবাদ সভায় বিক্ষোভকারীরা চলমান নৃশংসতার জন্য পাকিস্তানের নিন্দা জানায়। এতে জারনেকি যোগ দেন এবং নৃশংসতার শিকার হয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি বলেন, এখন কথা বলার সময় নয়, দরকার পদক্ষেপ গ্রহণের। তিনি এশিয়ান নিউজ এজেন্সিকে (এএনআই) বলেন, ‘আমাদের মানবাধিকার বিতর্কের সময় আমি ইউরোপীয় ইউনিয়নকে বলেছি, আমাদের অংশীদার দেশগুলো মানবাধিকার ও মান গ্রহণ না করলে এক্ষেত্রে আমাদের উচিত প্রতিক্রিয়া জানানো এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো কিছু পদক্ষেপ গ্রহণ করা।’ জারনেকি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। দেশটি বেলুচিস্তানের প্রতি তাদের নীতি পরিবর্তন না করলে আমরা ইসলামাবাদ ও পাকিস্তান সরকারের প্রতি আমাদের আচরণ পরিবর্তন করব।’ ইসলামাবাদের দ্বৈত অবস্থানের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট বলেন, একদিকে পাকিস্তান বিশ্বের কাছে তাদের পরিষ্কার চেহার প্রদর্শন করে, অন্যদিকে দেশটি মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। সেনাবাহিনীর দ্বারা সরকার নিয়ন্ত্রিত হওয়াকে পাকিস্তানের সমস্যা বলেও মনে করেন তিনি। জারনেকি বলেন, ‘সমস্যা হচ্ছে, ইসলামাবাদ সরকার কার্যত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে না। কাজেই এখনই সময় এ পরিস্থিতির বিষয়ে পদক্ষেপ গ্রহণ ও প্রতিক্রিয়া জানানোর। বেলুচিস্তানের জনগণ আমাদের সংহতি অবশ্যই অনুভব করবে।’ ভারতের দৈনিক হিন্দুর বরাত দিয়ে ডনের এক খবরে বলা হয়, ভারত সরকার বেলুচিস্তান পরিস্থিতি গুরুত্বের সঙ্গে দেখছে। শুক্রবার হিন্দুর খবরে বলা হয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ভারতীয় আইডি কার্ড ও ট্রাভেল পেপারের জন্য বালুচ বিচ্ছিন্নতাবাদী নেতা ব্রাহামদাগ বুগতির অনুরোধপত্র পেয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক যাচাই-বাছাই হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই সবশেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বুগতি বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি তার রাজনৈতিক কর্মকা- পরিচালনা করেন। বুগতি বালুচ রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা।
×