ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৯/১১-এর ক্ষতিগ্রস্তদের মামলার অনুমতি বিলে প্রেসিডেন্টের ভেটো ॥ কংগ্রেস পাল্টে দিতে পারে সিদ্ধান্ত

সৌদিদের রেহাই দিলেন ওবামা

প্রকাশিত: ০৫:১৬, ২৫ সেপ্টেম্বর ২০১৬

সৌদিদের রেহাই দিলেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার দেশে ২০০১-এর ১১ সেপ্টেম্বর সংঘটিত হামলার জন্য সৌদি আরবের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়ে কংগ্রেসে পাস হওয়া এক বিলে শুক্রবার ভেটো দিয়েছেন। বিলে ওই সন্ত্রাসী হামলায় হতাহত ব্যক্তিদের পরিবারগুলোকে মামলা করার অনুমতি দিতে চাওয়া হয়েছিল। ওবামার এ পদক্ষেপ জনসাধারণের তীব্র ক্ষোভ ও কংগ্রেসের নিন্দার মুখে পড়তে পারে। খবর এএফপির। হতাহতদের পরিবারগুলোর প্রতি ‘গভীর সমবেদনা’ ব্যক্ত করে ওবামা বলেন, আইনটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের প্রতি ক্ষতিকর হবে। বিলটি যাতে বাতিল বা উল্লেখযোগ্যভাবে সংশোধন করা হয়, সে জন্য হোয়াইট হাউস চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। এটি কংগ্রেসে সর্বসম্মতিক্রমে পাস হয়। ওই হামলায় স্বামীহারা টেরিস্ট্র্যাডা বলেন, ৯/১১-র হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ওবামার সিদ্ধান্তে ক্ষুব্ধ ও খুবই হতাশ হয়েছে। তিনি সংকল্প ব্যক্ত করেন যে, গ্রুপটি এখন কংগ্রেসকে দিয়ে সিদ্ধান্ত পাল্টানোর জন্য যথাসাধ্য লবিং করবে। প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ওবামার সিদ্ধান্তকে ‘লজ্জাস্কর’ বলে অভিহিত করেন। ট্রাম্প ইতোপূর্বেই ওবামা ও তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে সন্ত্রাসবাদ প্রশ্নে দুর্বল বলে চিত্রিত করেন। ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট ওবামা যে এ ভয়াবহ দিনে আমরা যাদের হারিয়েছিলাম তাদের মা-বাবা, স্ত্রী-স্বামী ও সন্তানদের তাদের জীবনের এ মর্মান্তিক অধ্যায়ের অবসান ঘটানোর সুযোগ দিতে অস্বীকার করবেন, সেটি এক লজ্জার বিষয়। তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমি একটা বিল আমার ডেস্কে পৌঁছলে এতে সই দেব। অন্তত ওই বিষয়ে ট্রাম্প ও হিলারির মধ্যে মতৈক্য দেখা যায়। হিলারিও বিলটিতে সই করবেন বলে তার ক্যাম্পেনের মুখপাত্র জেসে লেরিক জানান। ওবামা এখন তার প্রেসিডেন্ট থাকাকালে প্রথমবারের মতো তার ভেটো বাতিল করতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক আইন প্রণেতাদের ঐক্যবদ্ধ হওয়ার খুবই বাস্তব সম্ভাবনার মুখে পড়বেন। এরূপ তিরস্কার ওবামার ক্ষমতায় থাকার শেষ মাসগুলোতে ঘটবে এবং হোয়াইট হাউস অনেক দুর্বল হয়ে পড়েছে বলে দেখাবে। আগামী মঙ্গলবারই এ ঘটনা ঘটবে বলে কংগ্রেস সূত্রে জানানো হয়। প্রেসিডেন্ট থাকাকালে ওবামা ১২ বার ভেটো দেন এবং তার কোন ভেটোই এখনও পর্যন্ত বাতিল করা হয়নি। নিউইয়র্কের সিনেটর চাক সুমার এটি পরিবর্তিত হতে যাচ্ছে বলে জোর মত ব্যক্ত করেন। সুমারের সঙ্গে হিলারির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তিনি বিলটির সহউদ্যোক্তা। তিনি বলেন, এটি এক হতাশাব্যঞ্জক সিদ্ধান্ত, যা দ্রুত ও দৃঢ়তার সঙ্গে কংগ্রেসে পাল্টে দেয়া হবে। তিনি বলেন, যদি সৌদিরা কোন অন্যায় না করে থাকে, তবে তাদের এ বিলকে ভয় করার কিছু নেই। যদি তারা ৯/১১ ঘটনার জন্য দোষী হয়ে থাকে, তবে তাদের কৈফিয়ত দিতে হবে। ৯/১১ হামলায় হতাহতদের পরিবারগুলো আইনটির পক্ষে প্রচার চালিয়ে ছিল। তারা নিশ্চিত, ওই হামলার পিছনে সৌদি সরকারের হাত ছিল। এতে প্রায় ৩ হাজার লোক নিহত হয়েছিল। ওই হামলায় জড়িত ১৯ জন বিমান ছিনতাইকারীর মধ্যে ১৫ জনই ছিল সৌদি নাগরিক, কিন্তু এর সঙ্গে সৌদি সরকারের কোন সম্পর্ক থাকার বিষয়টি প্রমাণিত হয়নি। ষড়যন্ত্রকারীদের সঙ্গে কোন যোগাযোগ থাকার কথা সৌদি সরকার অস্বীকার করে। গোপনীয়তা থেকে অবমুক্ত দলিলপত্রে দেখা যায়, মার্কিন গোয়েন্দারা সৌদি সরকার ও হামলাকারীদের মধ্যকার যোগাযোগ নিয়ে অনেক সন্দেহ পোষণ করেন। এক অনুসন্ধানে দেখা যায়, ৯/১১-এর ছিনতাইকারীদের কেউ কেউ যুক্তরাষ্ট্রে থাকার সময় সৌদি সরকারের সঙ্গে সম্পর্ক থাকতে পারে এমন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং তাদের কাছ থেকে সমর্থন বা সাহায্য নিয়েছিল।
×