ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পেমেন্ট সিস্টেমের নিরাপত্তা বিষয়ে সেমিনার সোমবার

প্রকাশিত: ০১:০৯, ২৪ সেপ্টেম্বর ২০১৬

পেমেন্ট সিস্টেমের নিরাপত্তা বিষয়ে সেমিনার সোমবার

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের ব্যাংকিং খাতে প্রযুক্তি নির্ভর লেনদেনের পরিমান দিনদিন বাড়ছে। বিগত কয়েক বছরে বাংলাদেশ ব্যাংক আরটিজিএস, বিএফটিএন, ইএফটি, ন্যাশনাল পেমেন্ট সুইচসহ অনেকগুলো প্রযুক্তিনির্ভর সেবা চালু করেছে, যার মাধ্যমে ইলেক্ট্রনিক পদ্ধতিতে টাকা লেনদেন হচ্ছে। দেশে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বাড়লেও সে হারে বাড়েনি এ খাতের নিরাপত্তা ব্যবস্থা। ইলেক্ট্রনিক পদ্ধতিতে অর্থ লেনদেনের পদ্ধতি আরো সুরক্ষিত করার পন্থা উদ্ভাবন ও সচেতনতা সৃষ্টি করতে সেমিনার আয়োজন করেছে ব্যাংকের প্রধান কারিগরি কর্মকর্তাদের সংগঠন সিটিও ফোরাম। সোমবার দুপুর ২টায় বিআইবিএম মিলনায়তনে ‘সিকিউর ইউর পেমেন্ট ইকোসিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হবে। ভিসা ও বাংলাদেশ ইনিস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাথে যৌথ উদ্যোগে সিটিও ফোরাম এ সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করবেন ভিসা ইন্ডিয়া ও সাউথ এশিয়ার চিফ রিস্ক অফিসার শিবকুমার শ্রীরামন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিআইবিএমের ডিরেক্টর জেনারেল ড. তৌফিক আহমেদ চৌধুরী উপস্থিত থাকবেন। শনিবার সংস্থাটির সভাকক্ষে সংবাদ সম্মেলনে সিটিও ফোরাম এসব তথ্য জানায়। সংবাদ সম্মেলনে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেন, বর্তমানে বাংলাদেশে ৫৬টি ব্যাংক ও ৩৫টি আর্থিক প্রতিষ্ঠান আছে। বিগত কয়েক বছরে বাংলাদেশ ব্যাংক আরটিজিএস, বিএফটিএন, ইএফটি, ন্যাশনাল পেমেন্ট সুইচসহ অনেকগুলো প্রযুক্তিনির্ভর সেবা চালু করেছে, যার মাধ্যমে ইলেক্ট্রনিকভাবে টাকা লেনদেন হচ্ছে। কিন্তু ইলেক্ট্রনিক লেনদেনের প্রধান বাধা হচ্ছে এর নিরাপত্তা। ব্যাংকগুলোকে অবশ্যই পিসিআই-ডিএসএস ও ইএমভির মত প্রযুক্তি ব্যাবহার বাধ্যতামূলক করতে হবে। দেশে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ব্যাংকগুলোর নিরাপত্তা ব্যবস্থা ততটা সন্তোষজনক নয়। সংবাদ সম্মেলনে বিআইবিএম এর পরিচালক অধ্যাপক প্রশান্ত কুমার ব্যানার্জি, সিটিও ফোরামের সাধারণ সম্পাদক ড. ইজাজুল হক, কোষাধক্ষ্য মো. মইনুল ইসলাম ও মো. মহিউদ্দিন দেওয়ান উপস্থিত ছিলেন।
×