ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি বেড়েছে ১৬ শতাংশ

প্রকাশিত: ০১:০৯, ২৪ সেপ্টেম্বর ২০১৬

বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি  বেড়েছে ১৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দীর্ঘদিন বেসরকারী খাতের ঋণ প্রবাহে তেমন গতি ছিল না। তবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এ ঋণে আবার গতি ফিরে এসেছে। বেসরকারী খাত প্রচুর প্ররিমান ঋণ নিচ্ছে ব্যাংকগুলো থেকে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, গত জুলাই‘১৬ তে অভ্যন্তরীন উৎস থেকে বেসরকারী খাতে ঋণ বিতরণ হয়েছে ৬ লাখ ৬৫ হাজার কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৯৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া জুন‘১৬ তে এ প্রবৃদ্ধি হয়েছিল ৬ লাখ ৬৯ হাজার কোটি টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৭৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে এ অর্থবছরের জুনের তুলনায় জুলাইয়ে প্রবৃদ্ধি দশমিক ৮৫ শতাংশ কমেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণ বিতরণে গড় সুদহার দাড়িয়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ। বিশেষায়িত ব্যাংকগুলোর ঋণে গড় সুদহার ৯ শতাংশ, বেসরকারী ব্যাংকগুলোর ১০ দশমিক ৬৬ শতাংশ এবং বিদেশি ব্যাংকগুলোর ৮ দশমিক ৫২ শতাংশ গড় সুদহার দাড়িয়েছে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন, বেসরকারী খাতের ঋণে বেশি প্রবৃদ্ধি হলেও সেটা যদি উৎপাদনমুখী খাতে না যায়, তবে তা জিডিপির প্রবৃদ্ধিতে তা খুব একটা অবদান রাখবে না। কারণ নতুন নতুন শিল্প তৈরি না হলে অর্থনীতিতে গতিশীলতা বাড়বে না।
×