ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরগজ্ঞে পাকিস্তান আর্মি ও রাজাকাররা মুক্তিযোদ্ধাদের গুলি করে হত্যা করে

প্রকাশিত: ০১:০৭, ২৪ সেপ্টেম্বর ২০১৬

কিশোরগজ্ঞে পাকিস্তান আর্মি ও রাজাকাররা মুক্তিযোদ্ধাদের গুলি করে হত্যা করে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগজ্ঞ ও ব্রাক্ষনবাড়িয়ার দুই রাজাকার সৈয়দ মো. হোসাইন ও মো. মোসলেম প্রধানের বিরুদ্ধে প্রসিকিউশনের ১৬তম সাক্ষী মো: বাচ্চু মিয়া জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দী শেষে আসামী পক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করেন। পরবর্তী সাক্ষীর জন্য ১১ অক্টোবর দিন নির্ধারন করা হয়েছে। সাক্ষী তার জবানবন্দীতে বলেন , আসামি হোসেনের নেতৃত্বে রাজাকার ও পাকিস্তান আর্মিরা আমাদের গ্রামে এসে মুক্তিযোদ্ধাদের আক্রমন করে। পাকিস্তানি আর্মি ও রাজকারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের গুলাগুলি বদন্ধ হলে আমি জানালার ফাঁক দিয়ে দেখতে পাই , রাজাকাররা মুক্তিযোদ্ধা খায়রুল ও সেলিমের লাশ ধান ক্ষেত থেকে টেনে হোসেন পুর রাস্তার উপর নিয়ে এনে ঐ দুটি লাশ পাকিস্তান আর্মির গাড়ির পিছনে দড়ি দিয়ে বেঁধে টেনে পুর্ব দিকে নিয়ে যায়। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ শনিবার এ আদেশ প্রদান করেছেন। সাক্ষীকে জবানবন্দী তে সহায়তা করেন প্রসিকিউটর ব্যারিষ্টার তুরিন আফরোজ । আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট আব্দুস সোবহান তরফদার।
×