ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে সাংসদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২৩:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০১৬

বরিশালে সাংসদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বেআইনী ও অবৈধ কর্মকান্ডের প্রতিবাদে মামলা দায়ের করায় সংসদ সদস্য ও তার সহযোগী কর্তৃক মামলা উত্তোলনের জন্য বাদি এবং তার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ এনে আজ শনিবার বেলা বারোটার দিকে সংবাদ সম্মেলন করা হয়েছে। বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ এনে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ও পাঠাগারের মেহেন্দীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন সাগর। লিখিত বক্তব্যে তিনি বলেন, সাংসদ পঙ্কজ নাথ বেআইনী ও অবৈধভাবে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ও পাঠাগারের জমি ২০১৬ সালের আগস্ট মাসে দখল করে ইমারত নির্মানের পায়তারা করেন। ওই সময় সংগঠনের পক্ষ থেকে এমপিসহ ১২জনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করা হয়। আদালত নির্মানকাজের ওপর স্থিতি অবস্থা আদেশ দেন। একই সাথে তিনদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। কিন্তু পঙ্কজ নাথ আদালতের আদেশ ভঙ্গ করেন। এর বিপরীতে ভায়োলেশন মামলা দায়ের করার পর আদালত উক্ত মোকদ্দমায় এমপি পঙ্কজ নাথসহ তিনজনের বিরুদ্ধে সমন জারী করেন। এরপর থেকেই এমপি পঙ্কজ নাথ ও তার সহযোগীরা বিভিন্ন সময় আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দেয়। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দীগঞ্জ উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ও পাঠাগারের সাধারণ সম্পাদক অনিক দাস, সদস্য জিয়াউল্লাহ্, পান্না বিশ্বাস প্রমূখ।
×