ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজকে মিস করব: মাশরাফি

প্রকাশিত: ২২:০৩, ২৪ সেপ্টেম্বর ২০১৬

মুস্তাফিজকে মিস করব: মাশরাফি

অনলাইন ডেস্ক ॥ টানা প্রায় দশ মাস পর আবার ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামীকাল রবিবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। আইসিসির সহযোগী দেশ হলেও সাম্প্রতিক সময়ে দারুণ উন্নতি করেছে আফগানরা। তাই স্বাভাবিকভাবেই তাদের হালকাভাবে নিচ্ছে না স্বাগতিকরা। সমীহ করে খেললেও শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলবেন বলে জানান বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একই সাথে জানালেন মুস্তাফিজকে মিস করার কথাও। ইনজুরির কারণে জাতীয় দলের জার্সিটা আপাতত তুলে রাখতে হচ্ছে মুস্তাফিজকে। আফগানিস্তানের পর ইংল্যান্ড সিরিজ আছে টাইগারদের। শুধু আফগানিস্তান নয়, মুস্তাফিজ মিস করবেন ইংল্যান্ড সিরিজও। জাতীয় দলের সতীর্থরা যখন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তখন মুস্তাফিজ থাকবেন পূর্নবাসন প্রক্রিয়ায়। মাঠে নিজেকে ফেরাতে চালাবেন অদম্য লড়াই। আসন্ন সিরিজগুলোতে সতীর্থকে মিস করবেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শনিবার সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমরা ফিজকে মিস করব।’ তবে স্কোয়াডে থাকা রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও শফিউল ইসলামকে নিয়ে অধিনায়ক বেশ আত্মবিশ্বাসী। অধিনায়ক বলেন, ‘আমরা শেষ বিশ্বকাপ যখন খেলেছিলাম তখন আমাদের এ অ্যাটাক ছিল। যারা আছে তাদের ভালো করার একটা সুযোগ আছে। যারা বাইরে ছিল তারা নিজেদের প্রমাণ করার একটা সুযোগ পেয়েছে। আমাদের সেরা অ্যাটাকই আছে।’
×