ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে বাংলাদেশ দলের অনুশীলন পণ্ড

প্রকাশিত: ২১:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০১৬

বৃষ্টিতে বাংলাদেশ দলের অনুশীলন পণ্ড

অনলাইন ডেস্ক ॥ বিসিবি একাদশের হারটা বেশ সিরিয়াসলি নিয়েছে টাইগাররা। বিসিবি একাদশের হারটা বড়রা বেশ গুরুত্বের সাথেই নিয়েছে তা আজ শনিবার অনুশীলনেও আঁচ পাওয়া গেল। প্র্যাকটিসে সবাই ছিলেন মনোযোগী। আফগানদের যে আর হালকাভাবে নেবার কিছু নেই অনুশীলন দেখে সেটাই মনে হচ্ছিল। তবে বৃষ্টি হানা দেয়ায় মনোযোগেও ছেদ পড়লো। আজ মিরপুরে সকাল দশটার মধ্যেই পৌছেঁ যায় মাশরাফির দল। সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত টাইগার ব্যাটসম্যান ও স্পিনাররা সেন্ট্রাল উইকেট ও ইনডোরে অনুশীলন করেছে। এরপরই শুরু হয় বৃষ্টি। এক ঘণ্টা পর বৃষ্টি থামলেও নাসির-মোসাদ্দেক-মাহমুদউল্লাহরা ব্যাটিং অনুশীলন করতে পারেননি। এদিকে বোলাররা গা গরম করলেও বোলিং প্র্যাকটিস করতে পারেননি। আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় ও ১ অক্টোবর শেষ ম্যাচে টাইগারদের মুখোমুখি হবে আফগানিস্তান। গতকাল শুক্রবার একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। ফতুল্লায় অনুষ্ঠিত ম্যাচে বিসিবি একাদশকে ৬৬ রানে হারিয়েছে অতিথি আফগানিস্তান।
×