ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইয়াহুর ৫০ কোটি গ্রাহকের তথ্য চুরি

প্রকাশিত: ০৯:১৩, ২৪ সেপ্টেম্বর ২০১৬

ইয়াহুর ৫০  কোটি গ্রাহকের তথ্য চুরি

জনকণ্ঠ ডেস্ক ॥ ইয়াহুর অন্তত ৫০ কোটি গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা, যাকে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা হিসেবে দেখা হচ্ছে। ২০১৪ সালে এসব এ্যাকাউন্টের তথ্য চুরি হয় বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে ইয়াহু। খবরে বলা হয়েছে ইয়াহু এ্যাকাউন্টধারীর নাম, ইমেল এ্যাড্রেস, টেলিফোন নম্বর, জন্ম তারিখ ও সুরক্ষিত পাসওয়ার্ড (হ্যাশ্ড পাসওয়ার্ড) হ্যাকাররা হাতিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।
×