ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রবীণ অধিকার সুরক্ষায় উৎসব

প্রকাশিত: ০৬:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০১৬

প্রবীণ অধিকার সুরক্ষায় উৎসব

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ প্রবীণ অধিকার সুরক্ষায় ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা বহুব্রীহির আয়োজনে শুক্রবার বিকেল থেকে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয়েছে প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান। শিল্পকলা একাডেমি, প্রেসক্লাব, নাট্য সমিতি, উদীচী শিল্পী গোষ্ঠী ও রিজ স্কুলের যৌথ আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে জেলা ওয়ার্কিং গ্রুপের সমন্বয়ে এই সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। দুই শ’ পরিবারে বিদ্যুত সংযোগ নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৩ সেপ্টেম্বর ॥ বকশীগঞ্জে বিদ্যুতের আলোয় আলোকিত হলো সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামের দুই শ’ পরিবার। শুক্রবার দুপুরে সূর্যনগর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির আলমাছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্যমন্ত্রী সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও আবু হাসান সিদ্দিক, ওসি আসলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১২শ’ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার হয়েছে। গ্রেফতার আবদুল করিমের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার বাহারছড়া এলাকায়। বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়। সিএমপি সূত্রে জানানো হয়, ইয়াবাসহ হাতেনাতে ধরা হয় আবদুল করিমকে। তার কাছে পাওয়া যায় ১২শ’ ইয়াবা ট্যাবলেট। সে টেকনাফ থেকে কমদামে ইয়াবা কিনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। জিজ্ঞাসাবাদে সে মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে।
×