ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভালুকায় উচ্ছেদের ১০ দিনের মাথায় পুনর্নির্মাণ

প্রকাশিত: ০৬:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০১৬

ভালুকায় উচ্ছেদের ১০ দিনের মাথায় পুনর্নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৩ সেপ্টেম্বর ॥ ভালুকা উপজেলার হবিরবাড়ী আমতলী গ্রামে বন বিজ্ঞাপ্তিত জমিতে পারটেক্স গ্রুপের স্থানীয় প্রতিনিধি জয়নাল আবেদীন একটি বিল্ডিং ও সীমানা প্রাচীর নির্মাণ করলে বন বিভাগ ৯ সেপ্টেম্বর অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়ার ১০ দিনের মধ্যেই রহস্যজনক কারণে পুনরায় নির্মাণ কাজ শেষ করেছে। বন বিভাগের রহস্যজনক ভূমিকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। জানা যায়, ওই অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়ার অভিযানে অংশ নিয়েছিলেন সহকারী বন সংরক্ষক আব্দুর রহমান, ভালুকা রেঞ্জ কর্মকর্তা জামিল মোঃ খান ও হবিরবাড়ী বিট কর্মকর্তা শরীফ মোঃ খান চৌধুরী ও বন প্রহরী। এ সময় বনের লোকদের বাধা প্রদান করার দায়ে একুব আলী নামে একজনকে আটকও করা হয়। আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে স্থানীয় লোকজন দা-লাঠি নিয়ে এগিয়ে এলে আত্মরক্ষার্থে বন প্রহরীরা এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেন। এদিকে ঘটনার পর হতেই জয়নাল আবেদীনের লোকেরা পুনরায় নির্মাণ কাজ শুরু করেন। শুক্রবার সরজমিন গেলে জয়নাল জানান, বন বিভাগের সঙ্গে আলোচনা করেই ভেঙ্গে দেয়া বিল্ডিং পুনরায় নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এ সময় ওই বিল্ডিংয়ে টিনের চাল লাগানোর কাজ চলছিল। ভালুকা রেঞ্জ কর্মকর্তা জামিল মোঃ খান জানান, খবর পেয়ে কাজ বন্ধে লোক পাঠানো হয়েছে ।
×