ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্ষেতের পোকা দমনে আলোর ফাঁদ

প্রকাশিত: ০৬:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০১৬

ক্ষেতের পোকা দমনে  আলোর ফাঁদ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেতে পোকা দমনে ‘আলোর ফাঁদ’ প্রযুক্তিতে ব্যাপক সফলতা পাচ্ছেন রাজশাহীর কৃষক। একইসঙ্গে পোকা শনাক্ত করে প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করতে পারছেন। কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, রাতের বেলা উজ্জ্বল আলোয় ঝাঁকে ঝাঁকে উড়ে এসে জড়ো হয় বিভিন্ন ধরনের পোকামাকড়। সেই পোকামাকড়ের আলোর নিচে রাখা বড় পাত্রে ভর্তি সাবান মাখা পানিতে আকটা পড়ে। এরপর কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মীরা পোকা শনাক্ত করে কৃষকদের ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। এভাবে রাজশাহী জেলায় পবাসহ বিভিন্ন উপজেলায় আমন ক্ষেতে ‘আলোর ফাঁদ’ বসিয়ে পোকামাকড়ের উপস্থিতি জরিপের কাজ শুরু করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ক্ষেতের পোকামাকড় দমন ও চিহ্নিত করায় কৃষকরা তাৎক্ষণিক বালাইনাশক প্রয়োগ করতে পারছেন। পবা উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মনজুরে মাওলা বলেন, সমন্বিত বালাই ব্যবস্থা প্রকল্পের আওতায় এবং কৃষক উদ্বুদ্ধকরণের মাধ্যমে পবায় ২৬টি ব্লকে প্রায় ২৫০টি ‘আলোর ফাঁদ’ স্থাপন করা হয়েছে। এছাড়া জেলার তানোর, বাগমারা, গোদাগাড়ীসহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ আমনের ক্ষেতে আলোর ফাঁদ স্থাপনের মাধ্যমে কৃষকরা সহজেই পোকামাকড় দমন ও চিহ্নিত করে প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ করতে পারছেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার পবা উপজেলায় আলোর ফাঁদ বসিয়ে পোকার উপস্থিতি পর্যবেক্ষণ শুরু হয়েছে। উপজেলার দুয়ারী ও কুমড়াপুকুর এবং বড়গাছি মথুরা গ্রামের বিলে এ ফাঁদ বসিয়ে পোকার উপস্থিতি পর্যবেক্ষণ ও শনাক্তকরণ কার্যক্রমের প্রদর্শন করেন জেলা কৃষি সম্পাসারণ অধিদফতরের উপ-পরিচালক দেব দুলাল ঢালী। তিনি বলেন ক্ষেতের পোকা দমনে আলোর ফাঁদ একটি সফল প্রযুক্তি। এটি ব্যবহারে কৃষক সহজেই ক্ষেতে পোকার আক্রমণ থেকে রক্ষা পাবেন।
×