ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিস্তার ভাঙ্গনে স্কুল বিলীন

প্রকাশিত: ০৬:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০১৬

তিস্তার ভাঙ্গনে স্কুল বিলীন

স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, তিস্তা নদীতে তৃতীয় দফায় নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের মধ্য চরখড়িবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়টির একটি ভবন তিস্তার ভাঙ্গনে নদীতে তলিয়ে গেছে। এদিকে তিস্তার ভাঙ্গনের কবলে পড়েছে চরখড়িবাড়ী বিজিবি ক্যাম্প। যে কোন সময় এই ক্যাম্পটি বিলীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিজিবি ক্যাম্পটি রক্ষার্থে বৃহস্পতিবারের ন্যায় শুক্রবারও এলাকাবাসী গাছের গুঁড়ি ফেলে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ক্যাম্পের ভবন ছেড়ে বিজিবি সদস্যরা পার্শ¦বর্তী আনন্দ বাজার দুইটি ঘরে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে আশ্রয় নিয়েছে। এলাকাবাসীর অভিযোগ তিস্তা নদী হতে প্রভাবশালী কর্তৃক অবৈধভাবে মেশিন বসিয়ে পাথর উত্তোলনের কারণে নদীর পাড় গত দুই দিন হতে ভাঙ্গতে শুরু করে। ফলে ১৫ একর আবাদী জমিসহ মধ্য চরখড়িবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি বিলীন হয়। সেই সঙ্গে চরখড়িবাড়ী সীমান্তের বিজিবি ক্যাম্পটির দ্বিতল ভবনটি ভাঙ্গনের মুখে পড়েছে।
×