ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওজনিয়াকি-রাদওয়ানাস্কা সেমিতে

প্রকাশিত: ০৬:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০১৬

ওজনিয়াকি-রাদওয়ানাস্কা সেমিতে

স্পোর্টস রিপোর্টার ॥ টোকিও ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এবারও দুর্দান্ত খেলছেন তিনি। শুক্রবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মনিকা পুইগকে পরাজয়ের স্বাদ উপহার দেন তিনি। গত মাসে রিও অলিম্পিকে স্বর্ণপদক জিতে গোটা টেনিস বিশ্বকেই রীতিমতো চমকে দেন মনিকা পুইগ। নিজের দেশ পুয়ের্তো রিকোকে দেন প্রথম কোন স্বর্ণপদক জয়ের স্বাদ। কিন্তু কোয়ার্টার ফাইনালে রাদওয়ানাস্কার কাছে এদিন পাত্তাই পাননি তিনি। শেষ আটের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন রাদওয়ানাস্কা ৬-২ এবং ৬-৩ সেটে হারান মনিকা পুইগকে। দিনের দ্বিতীয় সেমিফাইনালে ক্যারোলিন ওজনিয়াকি মুখোমুখি হয়েছিলেন বাছাই মাগদা লিনেত্তির। এই ম্যাচে সাবেক নাম্বার ওয়ান তারকা ওজনিয়াকি খুব সহজেই হারান লিনেত্তিকে। শেষ আটের লড়াইয়ে ডেনমার্কের এই টেনিস তারকা ৬-৪ এবং ৬-৩ সেটে পরাজিত করেন লিনেত্তিকে। তবে লিনেত্তি শুধু ওজনিয়াকির প্রতিপক্ষই নন একজন ভাল বান্ধবীও। ছয় বছর আগে এই টোকিও ওপেনের চ্যাম্পিয়ন হয়েছিলেন ওজনিয়াকি। সেবার ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন তিনি। কিন্তু বর্তমানে নিজেকেই হারিয়ে খুঁজছেন এ তারকা। তাই আরেক বান্ধবী এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কার সেমিফাইনালের লড়াইটাও যে কঠিন হবে সেটা ম্যাচের আগেই স্বীকার করেছেন তিনি। রাদওয়ানাস্কা-ওজনিয়াকি ছাড়াও টোকিও ওপেনে জয়ের দেখা পেয়েছে স্পেনের গারবিন মুগুরুজা, এলিনা ভিতলিনা এবং আলেকসান্দ্রা সাসনোভিচও। ইপিএলে সব জায়ান্টই মাঠে নামছে আজ স্পোর্টস রিপোর্টার ॥ লীগ কাপের বিরতির পর আজ থেকে আবারও শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগের লড়াই। সব জায়ান্ট ক্লাবই মাঠে নামছে আজ। তবে ফুটবলপ্রেমীদের আলাদা করে নজর কাড়বে বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি। নিজেদের মাঠ ওল্ডট্রাফোর্ডে ক্লদিও রানিয়েরির দলকে স্বাগত জানাবে জোশে মরিনহোর ইউনাইটেড। কোচ হিসেবে নতুন মৌসুমের শুরুটা বেশ ভালই করেছিলেন মরিনহো। প্রথম দুই ম্যাচ জিতে গত কয়েক মৌসুম ধরেই ভুগতে থাকা ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাবটির ভাগ্য বদলানোর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু হায়! শেষ তিন ম্যাচের তিনটিতেই হার মানে তার দল। তবে টানা হ্যাটট্রিক পরাজয়ের বৃত্ত থেকে ম্যানইউ বেরিয়ে এসেছে লীগ কাপে জিতে। আজ কি পারবে প্রিমিয়ার লীগেও জয়ে ফিরতে? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার। তবে লিচেস্টার সিটিও গত মৌসুমের অবিশ্বাস্য পারফর্মেন্স ধরে রাখতে পারেনি এবার। এই মৌসুমের প্রথম পাঁচ ম্যাচ থেকে জয় মাত্র দুটি। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষ দশেও জায়গা হয়নি তাদের। ৯ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড টেবিলের সপ্তম স্থান ধরে রাখলেও ৭ পয়েন্ট নিয়ে ১১তে ছিটকে পড়েছেন ক্লদিও রানিয়েরির দল। ম্যানচেস্টার ইউনাইটেড লীগে বাজে সময় কাটালেও রীতিমতো উড়ছে তাদেরই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। আর সব কৃতিত্বই মরিনহোর সঙ্গে নতুন মৌসুমে দায়িত্ব নেয়া সিটির কোচ পেপ গার্ডিওলার। এখন পর্যন্ত কোন ম্যাচেই হার দেখেননি তিনি। প্রিমিয়ার লীগ, চ্যাম্পিয়ন্স লীগ কিংবা লীগ কাপÑ সব ধরনের প্রতিযোগিতাতেই অপ্রতিরোধ্য গতিতে ছুটছে তার দল। এছাড়াও ফুটবলপ্রেমীদের নজরে থাকবে আর্সেনাল-চেলসির ম্যাচেও। এ্যামিরেটস স্টেডিয়ামে ব্লুজদের আতিথ্য দেবে আর্সেন ওয়েঙ্গারের দল। এখন পর্যন্ত এই দুই দলের পারফর্মেন্সই সমান। তিন জয় আর সমান ১টি করে ড্র ও পরাজয়। পয়েন্টও সমান ১০। তাই যে-দলই জিতবে তারাই টপকে যাবে প্রতিপক্ষকে। এদিকে এখন পর্যন্ত হার না দেখা এভারটন এবং টটেনহাম হটস্পারও মাঠে নামছে আজ।
×