ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রযুক্তিবিদদের পছন্দ হাইব্রিড গাড়ি

প্রকাশিত: ০৬:৪১, ২৪ সেপ্টেম্বর ২০১৬

প্রযুক্তিবিদদের পছন্দ হাইব্রিড গাড়ি

হাইব্রিড প্রযুক্তি মানেই হলো, একাধিক বিকল্প পদ্ধতির সুসমন্বয়। হাইব্রিড গাড়িতে বিকল্প একাধিক প্রযুক্তি প্রয়োগ করা হয় জ্বালানি ব্যবহারের কাজে। এ ধরনের গাড়ি একাধিক জ্বালানিতে চালানো যায়। হাইব্রিড গাড়িতে পেট্রোল বা ডিজেল ইঞ্জিন তো থাকেই, সঙ্গে আরও থাকে এক বা একাধিক ইলেকট্রিক মোটর এবং ব্যাটারির সংযোগ। জ্বালানি দিয়ে গাড়ি চলতে শুরু করলে আপনাআপনি ব্যাটারি চার্জ হয়। উচ্চ টর্ক সম্পন্ন বৈদ্যুতিক মোটর ইঞ্জিনে গাড়ি চলতে থাকে। সুবাদে জ্বালানির সাশ্রয় হয়, জ্বালানি শেষ হলে গাড়ি ব্যাটারিতেই চলতে পারে। হাইব্রিড গাড়িতে পেট্রোল ইঞ্জিনের সঙ্গে থাকে একটি ইলেকট্রিক মোটর। উচ্চ টর্কের জন্য এ ধরনের মোটরের সুখ্যাতি রয়েছে। দ্রুত গতিতে চালাতে চাইলে গাড়িতে এই মোটর থাকা ভাল। হাইব্রিড গাড়িকে এই জন্য পরিবেশবান্ধব গাড়িও বলা হয়ে থাকে। বাংলাদেশেও এখন এসে গেছে পরিবেশবান্ধব হাইব্রিড গাড়ি।
×