ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিবিসি টেক

এলো আইফোন ৭

প্রকাশিত: ০৬:৪১, ২৪ সেপ্টেম্বর ২০১৬

এলো আইফোন ৭

ভোক্তাদের হাতে না পৌঁছলেও এরই মধ্যে বাজারে আত্মপ্রকাশ করেছে স্মার্ট ফোন নির্মাতা এ্যাপল এর নতুন দুটি সেট আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোয় এ্যাপলের সিইও টিম কুক বুধবার আনুষ্ঠানিকভাবে সেট দুটিকে অবমুক্ত করেন। বিক্রি ১৬ সেপ্টেম্বর থেকে। তবে ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে অক্টোবরের আগে সেট দুটি গ্রাহকের হাতে পৌঁছবে না। স্মার্টফোনের দুনিয়ায় সবচেয়ে আধুনিক দাবি করা এই সেটটিতে স্টোরেজ সুবিধা অনেক বেশি (৩২ থেকে ২৫৬ জিবি) বলেই জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান এ্যাপল। এছাড়াও সেট দুটিতে রয়েছে নতুন নতুন সংযোজন। বলা হচ্ছে প্রথমবারের মতো ১২ মেগাপিক্সেলের ফেসটাইম ক্যামেরা সংযোজনের মাধ্যমে যুগান্তকারী পরিবর্তন এসেছে আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস-এ। রুপালি, স্বর্ণ, গোলাপী স্বর্ণ এবং কালো রংয়ের ফোন দুটি সম্পূর্ণ ময়লা ও পানি রোধক হবে বলেও জানাচ্ছে সেট দুটির নির্মাতারা। আইফোনের নতুন দুটি সংস্করণেরই আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হলো ৩ দশমিক ৫ এমএমের হেডফোন সকেট। এছাড়া যোগ করা হয়েছে তারবিহীন হেডফোন, যা এ্যাপলের যে কোন ডিভাইসেই ব্যবহার করা যাবে। এর ব্যাটারি আগের তুলনায় অনেক শক্তিশালী করা হয়েছে। ফলে চার্জ থাকবে অনেক। এছাড়া যোগ করা হয়েছে থ্রিডি টর্চ। নতুন দুটো সেটেই থাকছে এ্যাপল এ১০ ফিউশন প্রসেসর যা ফোনটির গতি আগের তুলনায় ৪০ ভাগ বাড়িয়ে দিয়েছে। থাকছে রেটিনা এইচডি ডিসপ্লে। এছাড়াও রয়েছে দ্রুতগতির সেন্সর, ৪ক ভিডিও রেকর্ডিং সুবিধা। দাম ভারতের বাজারেই ৬০ হাজারের উপরে হতে পারে বলে জানিয়েছে এর নির্মাতারা।
×