ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাসা

মঙ্গলে নাসার পরবর্তী অভিযান ২০১৮ সালে

প্রকাশিত: ০৬:৪০, ২৪ সেপ্টেম্বর ২০১৬

মঙ্গলে নাসার পরবর্তী অভিযান ২০১৮ সালে

আবারও মঙ্গলে অভিযান চালাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সব কিছু ঠিক থাকলে ২০১৮ সালের ২৬ নভেম্বর প্রতিবেশী গ্রহটিতে পৌঁছবে পৃথিবীর পাঠানো মহাকাশযান। মঙ্গলের উদ্দেশ্যে এ বছরের মার্চে যাত্রা শুরুর কথা থাকলেও নানা জটিলতায় তা পিছিয়ে যায়। সে সব জটিলতা কাটিয়ে উঠতে মঙ্গল অভিযানের সময় পিছিয়ে দেয় নাসা। তারিখ পাল্টে বলা হয়, ২০১৮ সালের ৫ মে মঙ্গল গ্রহে এ অভিযান চালানো হবে। এ অভিযানেও রোবটযান পাঠানো হবে। কিউরিসিটি রোভারের মতোই এর কাজ হবে মঙ্গলপৃষ্ঠের নানা ছবি তোলা। তবে বাড়তি যে দিকটিতে নাসা জোর দিচ্ছে তা হলো গ্রহটির খনিজ সম্পদ। পরবর্তী মঙ্গল অভিযানে সেই রোবটযানটির মূল কাজ হবে সেটাই। অর্থাৎ খনিজ সম্পদ অনুসন্ধান। এজন্য শক্তিশালী খননযন্ত্র রোবটযানে সংযোজন করা হবে। মূলত আর্থিক জটিলতার কারণে দু’বছর পিছিয়ে গেছে নাসার মঙ্গল অভিযান। অভিযানের উপকরণগুলো নতুন করে স্থাপনে প্রায় ১শ’ ৫৩ মিলিয়ন ডলার প্রয়োজন হবে। তার সংস্থান করে করতে গিয়েই এই বিলম্ব বলে জানাচ্ছে দেশটির প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে অর্থের জন্য কোন অভিযান বিলম্ব কিংবা বাতিল করার ইচ্ছে নেই নাসার। এমনটাই জানিয়েছে সংস্থাটি। আগামী ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আরও বেশ কয়েকটি মহাকাশ অভিযানের পরিকল্পনা তাদের রয়েছে বলেও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
×