ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁ শহরের রাস্তাঘাটের বেহাল দশা ॥ শহরবাসী জিম্মি

প্রকাশিত: ০৬:১৯, ২৪ সেপ্টেম্বর ২০১৬

নওগাঁ শহরের রাস্তাঘাটের বেহাল দশা ॥  শহরবাসী জিম্মি

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ প্রশাসনিক অব্যবস্থাপনা, সীমাহীন অনিয়ম আর চরম উদাসীনতার মাঝে পরিচালিত হচ্ছে নওগাঁ প্রথম শ্রেণীর পৌরসভার কার্যক্রম। পৌরসভার উন্নয়নের নামে কর্তৃপক্ষের কথার ফুলঝুরি, উন্নয়নের নামে বরাদ্দকৃত অর্থের সিংহভাগ ভাগবাটোয়ারা, পৌর কর বৃদ্ধি, বিশুদ্ধ খাবার পানি সরবরাহের কথা বলে অপরিশোধিত পানি অনিয়মিতভাবে সরবরাহ করে অতিরিক্ত বিল আদায় ছাড়া পৌরবাসীর ভাগ্যের কোন উন্নয়ন(!) ঘটেনি। বিগত অর্থবছরে শহরের রাস্তাঘাট ও ড্রেন নির্মাণের বরাদ্দকৃত অন্তত ২০ কোটি টাকার সিংহভাগ ভাগবাটোয়ারা করে অবশিষ্ট অংশ দিয়ে কয়েকটি রাস্তা ও ড্রেনের কাজ শুরু করলেও তা সম্পন্ন হয়নি আজও। এতে পৌরবাসীর ভোগান্তি কয়েকগুণ বেড়ে গেছে। পুরো শহরবাসী আজ জিম্মি হয়ে পড়েছে। বর্তমানে নওগাঁ শহরের সওজের প্রধান সড়ক ছাড়া সকল রাস্তাঘাট বেহাল হয়ে পড়েছে। উঁচু-নিচু, এবড়োথেবড়ো, খানা-খন্দে ভরা শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় পথচলা তো দূরের কথা, ছোটখাটো যানবাহনে চড়েও চলাচল করা দুঃসাধ্য ব্যাপার। স্কুলের ছাত্রছাত্রী, শিশু-বৃদ্ধ এমনকি রোগীদের হাসপাতালে নেয়া বড়ই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঘটছে অহরহ দুর্ঘটনা। এমন দুর্গম পথে শহরবাসীর চলাচলের কষ্টের যখন সীমা নেই, ঠিক সে সময় পৌর মেয়র সরকারের দেয়া শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক জীপ গাড়িতে বসে আনন্দে চলাচল করে থাকেন। যদিও ওই সব দুর্গম পথে তাকে কেউ চলতে তেমন একটা দেখেনি। বিষয়টি শহরের সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। কিন্তু তাতে কী? দুই-চার বছরের মধ্যে পৌরবাসীর কাছে তো ভোট চাইতে যেতে হচ্ছে না। ভোটের আগমুহূর্তে পৌরবাসীর পা ধরে একটু মায়াকান্না দেখালেই চলবে। ঠিক এমন অনুভূতি নিয়েই পৌর মেয়র ও কাউন্সিলররা পৌরবাসীকে জিম্মি করে বুক ফুলিয়ে ঘুরছে। নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ ব্রিজের মোড় থেকে পুরনো হাসপাতাল হয়ে ডিগ্রীর মোড়, সদর হাসপাতাল থেকে রুবির মোড়, কেডির মোড় থেকে মুক্তির মোড় সড়কে খানা-খন্দ আর ছোট-বড় গর্তে বৃষ্টির পানি জমে কর্দমাক্ত হয়ে রয়েছে। বিশেষ করে ওষুধপট্টি থেকে বইপট্টি, ডিগ্রী কলেজের পূর্ব পাশে পুরনো পুলিশ লাইন গেট পর্যন্ত এবং ডাকবাংলোর সামনে রাস্তার যে অবস্থা, তা যেন কোন কর্মকর্তা বা রাজনৈতিক নেতাদেরও নজরে পড়ে না। এছাড়া গত অর্থবছরে শহরের কালিতলা থেকে নাপিতপাড়া, পার-নওগাঁ আলুপট্টি থেকে সুলতানপুর হয়ে লস্করপুর শুটিকালিতলা পর্যন্ত, তাজের মোড় থেকে বিজিবি ক্যাম্প সড়ক সংস্কার কাজ শুরু হলেও এখনও তা সাড়া হয়নি। এছাড়া পিরোজপুর হিন্দুপাড়া রাস্তা, পার-নওগাঁ ইসমাইলের গ্যারাজ থেকে সুলতানপুর স্যানালবাড়ি লোকনাথ মন্দির পর্যন্ত, মেরী গোল্ডপাড়ার রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। এক কথায় শহরের ছোট-বড় সব রাস্তাই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া শহরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে।
×