ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পর্যায়ক্রমে প্রতিটি খাল উদ্ধার করা হবে

বরিশালে খাল উদ্ধারের দ্বিতীয় পর্ব শুরু

প্রকাশিত: ০৬:১৮, ২৪ সেপ্টেম্বর ২০১৬

বরিশালে খাল উদ্ধারের দ্বিতীয় পর্ব শুরু

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ সকলের অংশগ্রহণে বর্তমান ও আগামী প্রজন্মের জন্য নিরাপদ, উন্নত পরিবেশ সম্মত এবং পরিবেশবান্ধব বরিশাল বিনির্মাণে এবার দ্বিতীয় বিপ্লবের যাত্রা শুরু করেছেন বরিশালের ডিজিটাল জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। জনকণ্ঠকে তিনি জানিয়েছেন, শুধু জেল খাল নয়; পর্যায়ক্রমে জনগণের প্রতিটি খাল সবাইকে সঙ্গে নিয়ে উদ্ধার করা হবে। সূত্র মতে, তারই ধারাবাহিকতায় নগরীর অন্যতম জেল খাল উদ্ধারের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করেছেন জেলা প্রশাসক। গত ১৯ সেপ্টেম্বর তিনি সিএস ম্যাপ অনুসরণ করে জেল খালের বর্ধিত অংশ নথুল্লাবাদ থেকে সোনামিয়ার পুল পর্যন্ত লাল পতাকা দিয়ে জনগণের খালের সীমানা চিহ্নিতকরণ কার্যক্রম শুরু করেছেন। জেলা প্রশাসক জানান, ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় ৪.৫ কিলোমিটার দীর্ঘ খালের সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য দখলদারদের অনুরোধ করা হয়েছে। এ সময়ের মধ্যে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা না সরালে জেলা প্রশাসন তা উচ্ছেদ করতে বাধ্য হবেন। অতঃপর জনগণের অংশগ্রহণে শুরু হবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। জনস্বার্থ ও জনকল্যাণে এবারের পরিচ্ছন্নতা কার্যক্রমেও তিনি (জেলা প্রশাসক) সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেন। সূত্রে আরও জানা গেছে, পরিবেশবান্ধব বরিশাল বিনির্মাণের লক্ষ্যে চলতি বছরের ২৪ মে জেল খালে উচ্ছেদ অভিযান শুরু করেন জেলা প্রশাসক। উচ্ছেদ অভিযানের পর সকলের সহায়তায় তিনি জেল খালের পুরনো রূপ ফিরিয়ে আনতে অনেকটা সক্ষম হয়েছেন। এরপর তিনি (জেলা প্রশাসক) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তারিখ নির্ধারণ করে গত ৩ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটিয়ে জেল খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মধ্যদিয়ে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দেখিয়েছেন। যা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জেলা প্রশাসককে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন। জেলা প্রশাসকের অনুরোধে জেল খালের উন্নয়নে ইতোমধ্যে সরকার ২৫ কোটি টাকার একটি প্রকল্পও হাতে নিয়েছে। অপরদিকে বর্তমান ও আগামী প্রজন্মের জন্য নিরাপদ, উন্নত পরিবেশ সম্মত এবং পরিবেশবান্ধব বরিশাল বিনির্মাণে নগরীর ঐতিহ্যবাহী জেল খাল রক্ষায় অগ্রণী ভূমিকা পালনকারী ডিজিটালখ্যাত জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামানকে ইতোমধ্যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের নিজ কার্যালয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকার জিএম মোঃ আলমগীর হোসেন খানের পক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন জনকণ্ঠের বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কে.এম শোয়েব জুয়েল, মোঃ হাসান মাহমুদ, সমাজ সেবক মোফাজ্জেল হোসেন কেনান প্রমুখ। একইদিন বেলা সাড়ে এগারোটার দিকে গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান করেন জেলার দু’বারের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ও তার পরিষদের সদস্যরা। ওইদিন বিকেলে দৈনিক বরিশাল বার্তার উদ্যোগে জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামানকে সম্মাননা স্মারক প্রদান করেন, বরিশাল বার্তার প্রধান সম্পাদক এম মিরাজ হোসাইন, নির্বাহী সম্পাদক সোলায়মান হোসেন নিক্সন, যুুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, বার্তা সম্পাদক রিয়াজ পাটোয়ারী, যুগ্ম বার্তা সম্পাদক এম.আর মন্টু প্রমুখ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
×