ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিরক্ত অধিকাংশ ভোটার

প্রকাশিত: ০৬:১১, ২৪ সেপ্টেম্বর ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিরক্ত  অধিকাংশ ভোটার

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মার্কিন ভোটারদের মধ্যে রয়েছে হতাশা, বিরক্তি ও ভয়ের অনুভূতি। নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। নির্বাচনে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের অনেক সমর্থকই বলেছেন, প্রতিপক্ষ প্রার্থীকে পছন্দ নয় বলেই এক প্রার্থীকে ভোট দেবেন। খবর আল জাজিরা ও বিবিসর। পিউ রিসার্চ সেন্টার বুধবার এই জরিপের ফল প্রকাশ করেছে। তিন হাজার ৯৪১ জন নিবন্ধিত ভোটারসহ চার হাজার ৫৩৮ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ১৬ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ চালানো হয়। এতে দেখা গেছে, এবারের নির্বাচন নিয়ে মার্কিন ভোটারদের মধ্যে হতাশ ৫৭ শতাংশ, বিরক্ত ৫৫ শতাংশ ও ভীত ৪৩ শতাংশ। অপরদিকে নির্বাচন নিয়ে আগ্রহী ৩১ শতাংশ, আশাবাদী ১৫ শতাংশ ও উত্তেজিত মাত্র ১০ শতাংশ ভোটার। ট্রাম্প ও হিলারির সমর্থকদের মধ্যে হতাশার মাত্রা প্রায় একই সমান, ৫৫ ও ৫৩ শতাংশ এবং বিরক্তির মাত্রায় সামান্য ব্যবধান রয়েছে। ট্রাম্পের সমর্থকদের মধ্যে ৫৩ শতাংশ এবং হিলারির সমর্থকদের মধ্যে ৪৮ শতাংশ বিরক্তি প্রকাশ করেছেন।
×