ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার নেতৃত্বে সম্প্রীতির দেশ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ ॥ জুয়েল আরেং

প্রকাশিত: ০৬:০৭, ২৪ সেপ্টেম্বর ২০১৬

শেখ হাসিনার নেতৃত্বে সম্প্রীতির দেশ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ ॥ জুয়েল আরেং

স্টাফ রিপোর্টার ॥ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বে জায়গা করে নিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জুয়েল আরেং এমপি। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে ধর্ম ও সসম্প্রদায়গত বিভেদ লক্ষ্য করা যায়। কিন্তু বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সহাবস্থান করে আসছে। এ দেশের এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা দেখিয়ে চলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের সিবিসিবি সেন্টারে ঢাকাবাসী গারো আদিবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশের জাতীয় সংসদে খ্রীস্টান সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধি জুয়েল আরেং এমপিকে সংবর্ধনা দেয়া হয়। প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিনের মৃত্যুর পর অনুষ্ঠিত ময়মনসিংহ-১ আসনের (হালুয়াঘাট-ধোবাউড়া) উপনির্বাচনে তার ছেলে জুয়েল আরেং আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট তপন মারাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্রীস্টান এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট বাবু মার্কুস গমেজ ও মহাসচিব নির্মল রোজারিও, ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএ অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি নিপুন সাংমা, সিপ্রাডের পরিচালক আলবার্ট মানখিন, ময়মনসিংহের ধোবাউড়া থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ডেভিড রানা চিসিম, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের কর্মকর্তা শৈবাল সাংমা, কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক থিউফিল নকরেক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ স্কু। বাংলাদেশের উন্নয়ন কর্মকা-ে জোরালো অবদান অব্যাহত রাখার জন্য দেশের খ্রীস্টান ও আদিবাসী সম্প্রদায়কে আহ্বান জানিয়ে জুয়েল আরেং বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে।
×