ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিপজ্জনক রাস্তায় গাড়ি চালানোর রেকর্ড

প্রকাশিত: ০৫:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০১৬

বিপজ্জনক রাস্তায় গাড়ি চালানোর রেকর্ড

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সড়কটির অবস্থান চীনের হুনান প্রদেশে। এর নাম টংটিয়ান রোড। সড়কটি বৃত্তাকারে ঘুরতে ঘুরতে অনেক বাঁক নিয়ে ওপরে উঠে গেছে। এর দৈর্ঘ্য ১১ কিলোমিটার বা প্রায় সাত মাইল। ইতালির একজন গাড়িচালক ঝুঁকিপূর্ণ সড়কটি সবচেয়ে কম সময়ে পার হয়ে রেকর্ড গড়েছেন। ফাবিও ব্যারোন নামের ওই গাড়িচালক মাত্র ১০ মিনিট ৩১ সেকেন্ডে সড়কটি অতিক্রম করেন। সড়কটিতে আছে ৯৯টি বাঁক। বাঁকগুলো এমনই যে, যে কোন সময়ে গাড়ি পাহাড় থেকে ছিটকে পড়ে যেতে পারে। বাঁকগুলো কোথাও কোথাও পাহাড়ের প্রান্ত থেকে ১৮০ ডিগ্রী ঘুরে গেছে। পাহাড়ের গা ঘেঁষে সড়কটি ২০০ মিটার থেকে ১ হাজার ৩০০ মিটার উঁচুতে উঠে গেছে। সড়কটি তৈরি করতে সময় লেগেছে সাত বছর। পাহাড়ী রাস্তায় দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ইতোমধ্যেই খ্যাতি কুড়িয়েছেন ব্যারোন। এর আগে তিনি রুমানিয়ার ট্রান্সস্যালভেনিয়ান আল্পসের ওপর নির্মিত সড়কে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে তিনি রেকর্ড করেছিলেন। -বিবিসি
×