ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কিবরিয়া হত্যা মামলা সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে

প্রকাশিত: ০৫:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০১৬

কিবরিয়া হত্যা মামলা  সিলেট দ্রুত বিচার  ট্রাইব্যুনালে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলাটি বিচারের জন্য হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলে মামলার সকল নথিপত্র সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। এ মামলার ৩২ আসামির মধ্যে জামিনে ৮ জন, কারাগারে ১৫ জন ও পলাতক রয়েছেন ৯ জন। হারিছ চৌধুরীসহ পলাতক নয় আসামির মালামাল ক্রোকের তামিল আদেশ বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহর আদালতে এসে পৌঁছে। এসব কাগজপত্রও সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। ২০০৫ সালের ২৭ জানুয়ারি সদর উপজেলার বৈদ্যের বাজারে দলীয় কর্মিসভা শেষে ফেরার সময় গ্রেনেড হামলায় গুরুতর আহত হন কিবরিয়া। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
×