ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪০, ২৪ সেপ্টেম্বর ২০১৬

ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে পাঁচ দিনের ব্যস্ত সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সড়কপথে ওয়াশিংটন পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বাসসকে বলেন, ২৫ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা দেয়ার আগে প্রধানমন্ত্রী সপ্তাহান্তের দুই দিন ওয়াশিংটনে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী দুবাই হয়ে ২৬ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় পৌঁছবেন। ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন অফিসে একটি সংবাদ সম্মেলন করেন। স্থানীয় সংবাদ মাধ্যমকে তাঁর এই সফর সম্পর্কে অবহিত করতে এই সম্মেলনের আয়োজন করা হয়। পরে তিনি ভয়েস অব আমেরিকাকেও সাক্ষাতকার দেন। অভিনন্দন ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেঞ্জ এ্যাওয়ার্ডে’ ভূষিত হওয়ায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এ পুরস্কার দেশের জন্য এক গৌরবের বিষয় উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন যে, প্রধানমন্ত্রীর এ আন্তর্জাতিক পুরস্কার বাংলাদেশের নারীর ক্ষমতায়নের এক অনবদ্য স্বীকৃতি যা দেশের জন্য এক অসামান্য অর্জন। তিনি আরও বলেন যে, প্রধানমন্ত্রীর ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেঞ্জ এ্যাওয়ার্ড’ প্রাপ্তি বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে আরও উজ্জ্বল করবে। Ñবিজ্ঞপ্তি
×