ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০১:২৪, ২৩ সেপ্টেম্বর ২০১৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ প্রিন্সিপালের গাফলতির কারনে সাভারে একটি মাদ্রাসার ছাদের উপরে বিদ্যুৎপৃষ্ট হয়ে হাফেজ আবু তালহা (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে সাভারের পূর্ব শাহীবাগ এলাকায় ‘মারকাযুল উলুম আশ্-শরইয়্যাহ মাদ্রাসা’য় এ ঘটনা ঘটে। প্রিন্সিপাল ঘটনাটি ধামাচাপা দিতে মৃতদেহটি পুলিশকে না জানিয়ে হাসপাতাল থেকে নিয়ে যায়। আবু তালহা রাজবাড়ী জেলার কালুখালী থানার বেতবাড়ি গ্রামের মাহাবুবুল আলমের ছেলে। জানা গেছে, এদিন সকালে ওই মাদ্রাসার ছাদে ওঠে আবু তালহা। এ সময় ওই মাদ্রাসার পাশে দিয়ে যাওয়া পল্লীবিদ্যুৎ এর ১১ হাজার ভোল্টেজের তারে জড়িয়ে পড়ে সে। পরে তার চিৎকারে মাদ্রাসার অন্য ছাত্ররা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃতু ঘোষণা করে। পরে পুলিশকে না জানিয়ে ওই ছাত্রের মৃতদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন মাদ্রাসার প্রিন্সিপাল জিয়া ইবনে কাসেম। ছাত্ররা অভিযোগ করে যে, অনেক বার বলা সত্ত্বেও মাদ্রাসা ঘেষে যাওয়া পল্লীবিদ্যুৎ লাইনের তার সরানোর জন্য প্রিন্সিপাল কোন ব্যবস্থা নেয়নি। আর এ জন্যই এ দুর্ঘটনা ঘটেছে। এদিকে, শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়া থানাধীন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ‘প্রান্তিক গেট’ এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাক খাদে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকটির চালক ঘটনাস্থলেই নিহত হয়।
×