ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় সাংস্কৃতিক উৎসবের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান

প্রকাশিত: ২২:৩০, ২৩ সেপ্টেম্বর ২০১৬

নওগাঁয় সাংস্কৃতিক উৎসবের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ বৃহস্পতিবার রাত ৮টায় নওগাঁ সরকারী কলেজ মাঠে ৩দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ অধিকার সুরক্ষায় চলমান সাংস্কৃতিক প্রচারাভিযানের অংশ হিসেবে বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও), জেলা শিল্পকলা একাডেমি ও প্রবীণ হিতৈষী সংঘের সম্মিলিত উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এম.এম জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বদলগাছী বঙ্গবন্ধু সরকারী কলেজের বাংলার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফাল্গুনী চক্রবর্তী, জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার, হেল্পপেজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রতিনিধি বেলায়েত হোসেন, বিএসডিও নির্বাহী পরিচালক আব্দুর রউফ প্রমুখ। পরে একুশে পদক প্রাপ্ত দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায় ও স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
×