ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরাকের সিরকাত শহর সরকারি বাহিনীর দখলে

প্রকাশিত: ১৯:২৬, ২৩ সেপ্টেম্বর ২০১৬

ইরাকের সিরকাত শহর সরকারি বাহিনীর দখলে

অনলাইন ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর বিমান হামলার সহায়তায় ইরাকে মসুলের দক্ষিণের সিরকাত শহর পুনর্দখলের দাবি করেছে সেনাবাহিনী। এর মধ্য দিয়ে ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে ইরাকি বাহিনীর মসুল শহর দখলের লড়াই আরেক ধাপ এগুলো। সেনাবাহিনীর যৌ অভিযান পরিচালনা কমান্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহাল রাসুল রাষ্ট্রীয় টিভিতে এক বিবৃতিতে বলেছেন, এলাকাটি সন্ত্রাসমুক্ত করা হয়েছে। মসুলের ১০০ কিলোমিটার দক্ষিণে টাইগ্রিস নদীর তীরবর্তী সিরকাত কয়েক মাস ধরে ঘিরে রেখেছিল ইরাকি সেনা এবং সরকারের মিত্রপক্ষ ইরান-সমর্থিত মিলিশিয়ারা। তবে এ সপ্তাহের লড়াইয়ে মিলিশিয়ারা নয় বরং ইরাকি সেনাবাহিনীই স্থানীয় পুলিশ এবং সুন্নি মুসলিম আদিবাসী যোদ্ধাদের নিয়ে অভিযান চালিয়েছে।
×