ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৃষ্টি ঝরিয়ে বর্ষা মৌসুম বিদায় নিচ্ছে

প্রকাশিত: ০৯:১৪, ২৩ সেপ্টেম্বর ২০১৬

বৃষ্টি ঝরিয়ে বর্ষা মৌসুম বিদায়  নিচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ বিদায় বেলায় মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় থাকায় প্রত্যেকদিনই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি ঝরিয়েই এবারের মৌসুমী বায়ু বিদায় নিচ্ছে। যাবার আগে আরও কয়েকদিন বৃষ্টি হতে পারে। তবে বিদায়ের আগেই এটাই হবে শেষ বৃষ্টি। এরপরই দেশে শীতের আবহ বিরাজ করবে। পরে যে বৃষ্টিপাত হবে সেটা পশ্চিমা লঘুচাপের প্রভাবে। গত কোরবানির ঈদের আগের দিন থেকেই সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। কোথায় তা মাঝারি আবার কোথায় ভারি। রাজধানী ঢাকাতে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার তথ্যমতে, মৌসুমী বায়ুর অক্ষ হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আকাশ প্রায়ই কালো মেঘে ঢেকে থাকছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছে। বাংলাদেশের ৭ জুন থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সময়কে বর্ষাকাল বলা হয়ে থাকে। এই চার মাসে মৌসুমী বায়ুর বিস্তৃতি ঘটে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টি হয়ে থাকে। জুনের মাঝামাঝি সময়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এ সময় কখনও কখনও কয়েক দিন টানা বৃষ্টি হয়। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মৌসুমী বায়ু দুর্বল হতে থাকে। বৃষ্টিও ঝরে থেমে থেমে।
×