ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়া থেকে সন্ত্রাসী সন্দেহে ১ বাংলাদেশীসহ ৪ জন বহিষ্কৃত

প্রকাশিত: ০৯:১৩, ২৩ সেপ্টেম্বর ২০১৬

মালয়েশিয়া থেকে সন্ত্রাসী সন্দেহে ১ বাংলাদেশীসহ ৪ জন বহিষ্কৃত

বিডিনিউজ ॥ সন্ত্রাসবাদে জড়িত থাকার সন্দেহে তিন বিদেশীসহ চারজনকে গ্রেফতার করে যার যার দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। গ্রেফতারকৃতদের মধ্যে এক বাংলাদেশীও রয়েছেন। রয়্যাল মালয়েশিয়ান পুলিশের বরাত দিয়ে চ্যানেল নিউজ এশিয়া এ খবর দিয়েছে। তাদের ইন্টারনেট সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে পুলিশ ওই চারজনকে গ্রেফতার করে। বিদেশীদের সবাইকে ইতোমধ্যে দেশেও ফেরত পাঠানো হয়েছে। এই চারজনের কারও নাম চ্যানেল নিউজ এশিয়ার খবরে প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭ বছর বয়সী বাংলাদেশী ওই ব্যক্তি কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে একটি রেস্তরাঁ চালাতেন। তার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের ব্যবহারের জন্য অস্ত্র পাচারে জড়িত থাকার অভিযোগ আনা হয়। তার নামে ইন্টারপোলে রেড নোটিসও জারি হয়েছিল। ১৯ আগস্ট তাকে গ্রেফতারের পর ২ সেপ্টেম্বর বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। গ্রেফতারকৃত বাকিরা নেপাল, মরক্কো ও মালয়েশিয়ার নাগরিক।
×