ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোহাম্মদপুর ও বনানীর দুটি সড়ক গাড়িমুক্ত হবে

প্রকাশিত: ০৯:০৪, ২৩ সেপ্টেম্বর ২০১৬

মোহাম্মদপুর ও বনানীর দুটি সড়ক  গাড়িমুক্ত হবে

স্টাফ রিপোর্টার ॥ ২০১৭ সালের মার্চের মধ্যে ঢাকার বনানী এবং মোহাম্মদপুরের দুটি সড়ক গাড়িমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক। বৃহস্পতিবার মানিক মিয়া এ্যাভিনিউয়ে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস’-এর এক অনুষ্ঠানে যানজটের অন্যতম কারণ হিসেবে ঢাকায় ধারণক্ষমতার অতিরিক্ত গাড়ি চলাচলকে দায়ী করে মেয়র এ ঘোষণা দেন। মেয়র বলেন, মিরপুর-মোহাম্মদপুর এলাকায় একটি এবং গুলশান-বনানী এলাকায় একটি সড়ক গাড়িমুক্ত করা হবে। এগুলোতে তখন কেবল হেঁটে চলাচল করা যাবে। গুলশান-বনানী এলাকায় বনানী সুপার মার্কেটের কাছের একটি সড়ক এজন্য নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গাড়িমুক্ত করার জন্য নক্সা প্রণয়নের কাজ শুরু হয়েছে। মিরপুর এবং মোহাম্মদপুরের রাস্তা খোঁজা হচ্ছে। আগামী মার্চ থেকে গাড়ি চলার ওই সড়ক দুটি গাড়িবিহীন করবই বলে দৃঢ়তার সঙ্গে প্রত্যয় ব্যক্ত করেন মেয়র। অনুষ্ঠানে সড়ক ও সেতুমন্ত্রী ও. কাদের বলেন, এখন নিজের কাজের সঙ্গী পেয়েছেন তিনি। আমি তিন বছর একা ফাইট করেছি। এখন আমি আরও দু’জন মেয়রকে পেয়েছি, যারা এ শহরকে ভাল করতে চান। সড়ক পরিবহন আইনে পরিবারপ্রতি গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ করার বিধান রাখা হবে বলেও জানান মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ওপর আমরা নিয়ন্ত্রণ আরোপ করব। আইন ভঙ্গের বিরুদ্ধেও আরও কড়াকড়ি আরোপ করা হবে। বাংলাদেশে ২০০৬ সাল থেকে বেসরকারীভাবে পালিত হয়ে এলেও এবারই প্রথম সরকারী ও বেসরকারী যৌথ উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশের কর্মসূচী ব্যবস্থাপক মারুফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত নির্বাহী পরিচালক একেএম মাইনুদ্দিন এবং ঢাকা মহানগর ট্রাফিকের উপ-কমিশনার লিটন কুমার সাহা উপস্থিত ছিলেন।
×