ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে সালিশে বেত্রাঘাত, আহত ২৩ শিক্ষার্থী

প্রকাশিত: ০৮:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০১৬

মুন্সীগঞ্জে সালিশে  বেত্রাঘাত, আহত  ২৩ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নৌভ্রমণে সহপাঠীর মৃত্যুর ঘটনার জের ধরে বৃহস্পতিবার গ্রাম্য সালিশে বেত্রাঘাতে ২৩ শিক্ষার্থী আহত হয়েছে। প্রত্যেককে ২৫ বেত্রাঘাত করে ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আহতরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বাগবাড়ি মসজিদ প্রাঙ্গণে এই সালিশি বৈঠকে হয়। এতে পঞ্চসার ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের বেত্রাঘাত ও জরিমানার রায় তিনি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কিন্তু ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি উপস্থিত ছিলেন কিন্তু এটি বাস্তবায়ন করেছেন গ্রামের পঞ্চায়েত। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। গত ১৫ সেপ্টেম্বর নৌভ্রমণে গিয়ে নিখোঁজ হয় বাগবাড়ি গ্রামের নাসির উদ্দিনের ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র আরাফাত। নিখোঁজের ৩ দিন পর জেলার সিরাজদিখান উপজেলার দোসরপাড়া এলাকার ইছামতি নদীতে আরাফাতের লাশ উদ্ধার করে পুলিশ। এই নিয়েই সালিশি বৈঠকে বসে।
×