ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংশোধন না হলে কঠোর ব্যবস্থা ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:২৪, ২৩ সেপ্টেম্বর ২০১৬

সংশোধন না হলে কঠোর ব্যবস্থা ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ মহাসড়ক ও ফেরিঘাটে চাঁদাবাজদের চিহ্নিত করা হয়েছে। সংশোধন না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি অতিরিক্ত টোল আদায়কারীর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মহাসড়ক ও ফেরিঘাটের নিরাপত্তাবিষয়ক এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, পরিবহন খাতে যারা চাঁদাবাজি করে তাদের চিহ্নিত করে একটি তালিকা করেছে গোয়েন্দা সংস্থা। তালিকায় যারা আছে তাদের সতর্ক হওয়ার জন্য হুঁশিয়ার করে দিচ্ছি। যদি আগামীতে এ ধরনের অভিযোগ আসে তাহলে চাঁদাবাজ যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন নৌমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, রাজবাড়ী, মাদারীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
×