ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোগীদের সর্বোচ্চ সেবা দিন ॥ নার্সদের উদ্দেশে বিএসএমএমইউ উপাচার্য

প্রকাশিত: ০৮:২১, ২৩ সেপ্টেম্বর ২০১৬

রোগীদের সর্বোচ্চ সেবা দিন ॥  নার্সদের উদ্দেশে বিএসএমএমইউ উপাচার্য

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আগত রোগীদের সর্বোচ্চ সেবা দিতে হবে। রোগীদের জন্য উন্নত নার্সিং সেবা নিশ্চিত করতে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে নার্সদের নিজ হাতে রোগীদের ওষুধ খাওয়ানো, রোগীদের সঙ্গে হাসিমুখে কথা বলা এবং রোগীদের খোঁজখবর দেয়া ইত্যাদি বিষয় নিশ্চিত করা হয়েছে। দরদ দিয়ে সেবা দেয়ার মাধ্যমে বাংলাদেশের নার্সরাও বিশ্বে সুনাম অর্জন করতে পারে। নতুন নিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, অধ্যাপক ডাঃ এএসএম জাকারিয়া (স্বপন), অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান (দুলাল), অধ্যাপক ডাঃ মোঃ আসাদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন ও শান্তনা রানী দাস প্রমুখ।
×