ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতে আর আলাদা পেশ হবে না রেল বাজেট

প্রকাশিত: ০৬:১৩, ২৩ সেপ্টেম্বর ২০১৬

ভারতে আর আলাদা পেশ হবে না রেল বাজেট

স্বাধীন ভারতে এই প্রথম ভাঙ্গল পরম্পরা। এবার থেকে সাধারণ বাজেটের সঙ্গেই পেশ হবে রেল বাজেট। আর আলাদা দিনে পেশ হবে না রেল বাজেট। গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এর ফলে এখন থেকে সাধারণ বাজেটের সঙ্গে একত্রে রেল বাজেট পেশ করা হবে। ভারতের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, এ নিয়ে দীর্ঘদিন ধরেই চিন্তাভাবনা চলছিল। এ নিয়ে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবার থেকে ফেব্রুয়ারির গোড়াতেই সাধারণ বাজেট পেশ করা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। উল্লেখ, ১৯২৪ সালে ব্রিটিশ জামানা থেকেই রেল ও সাধারণ বাজেট পৃথকভাবে পেশ করার প্রথা চলে আসছে। সেই ধারায় ছেদ টানার কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। মন্ত্রিসভার বৈঠকের পর তিনি জানিয়েছেন, এবার থেকে সাধারণ বাজেটের সঙ্গেই পেশ হবে। যদিও কাজকর্মের ক্ষেত্রে রেলের স্বশাসন অব্যাহত থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×