ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নতুন ৬ ডিএমডি

প্রকাশিত: ০৬:১৩, ২৩ সেপ্টেম্বর ২০১৬

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নতুন ৬ ডিএমডি

আমিন উদ্দিন আহম্মদ ॥ সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়ে আমিন উদ্দিন আহম্মদ ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। এর আগে তিনি সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার্স অফিস ঢাকা-১ ও ২ এর জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৩ সালে প্রবেশনারি অফিসার পদে সোনালী ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ৩৩ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বিভিন্ন শাখা, রিজিওনাল অফিস, প্রিন্সিপাল অফিস প্রধান এবং প্রধান কার্যালয়ে বহু গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি সোনালী ব্যাংক স্টাফ কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। সরদার নূরুল আমিন ॥ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়ে মুক্তিযোদ্ধা সরদার নূরুল আমিন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। এর আগে তিনি সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৪ সালে সিনিয়র অফিসার (প্রবেশনারি) পদে সোনালী ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি এ ব্যাংকের প্রধান কার্যালয়ের আইটিহেড (জিএম) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ৩টি জেনারেল ম্যানেজার্স অফিসের জিএম এবং প্রায় ২১ বছর শাখা প্রধান হিসেবে স্বচ্ছতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তারিকুল ইসলাম চৌধুরী ॥ সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়ে তারিকুল ইসলাম চৌধুরী ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। এর আগে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৪ সালে ফিন্যান্সিয়াল এ্যানালিস্ট পদে সোনালী ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বিভিন্ন শাখা, রিজিওনাল অফিস, প্রিন্সিপাল অফিস প্রধান, জেনারেল ম্যানেজার্স অফিসসহ প্রধান কার্যালয়ে বহু গুরুত্বপূর্ণ পদে স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।-বিজ্ঞপ্তি। হেলাল উদ্দিন ॥ মোঃ হেলাল উদ্দিন সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডে নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। ইতিপূর্বে তিনি একই ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। মোঃ হেলাল উদ্দিন ১৯৮৫ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ৩১ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে শাখা, এরিয়া ও বিভাগীয় প্রধানসহ প্রধান কার্যালয়ের ফরেন ট্রেড, ইন্ডাস্ট্র্রিয়াল, জেনারেল ও রুরাল ক্রেডিট বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মশিউর আলী ॥ মশিউর আলী মহাব্যবস্থাপক হতে পদোন্নতি পেয়ে উপ-মহাব্যবস্থাপনা পরিচালক হিসেবে অগ্রণী ব্যাংকে যোগদান করেছেন। তিনি ইতোপূর্বে অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৬-০২-১৯৮০ সালে সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এ্যানালিস্ট) হিসেবে অত্র ব্যাংকে যোগদান করেন। ব্যাংকের বিভিন্ন শাখায় ব্যবস্থাপক, কর্পোরেট শাখা প্রধান, সার্কেল প্রধান ও অঞ্চল প্রধানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগের সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। Ñবিজ্ঞপ্তি নজরুল ইসলাম ॥ মোঃ নজরুল ইসলাম উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়ে সম্প্রতি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) যোগদান করেছেন। এর আগে তিনি মহাব্যবস্থাপক হিসেবে জনতা ব্যাংক লিমিটেডের লোকাল অফিস, প্রধান কার্যালয়ের ক্রেডিট ডিভিশন এবং ঢাকা ডিভিশন প্রধানসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৩ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি সাতক্ষীরা জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। বৃহস্পতিবার রাকাবের জনসংযোগ কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন গাজী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।Ñস্টাফ রিপোর্টার, রাজশাহী
×