ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকায় শুরু হচ্ছে নগর দারিদ্র্য বিষয়ক সম্মেলন

প্রকাশিত: ০৬:১১, ২৩ সেপ্টেম্বর ২০১৬

ঢাকায় শুরু হচ্ছে নগর দারিদ্র্য বিষয়ক সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকায় শুরু হতে যাচ্ছে নগর দারিদ্র্য বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে প্রায় ৮০ জন বিদেশী নগর বিশেষজ্ঞ অংশ নেবেন। সম্মেলনে নগর দরিদ্রতা বিষয়ক সাম্প্রতিক গবেষণালব্ধ তথ্য-উপাত্ত ও ফলাফল তুলে ধরা হবে। সুষম নগরায়ন ও নগরকেন্দ্রিক দারিদ্র্য বিমোচনের জন্য থাকবে প্রয়োজনীয় দিকনিদের্শনাও। বিশ্বব্যাংক ও ইউএনডিপির সহযোগিতায় পাওয়ার এ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ (পিপিআরসি) ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। বৃহস্পতিবার বিকেলে ধানম-িতে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক এই সম্মেলনের বিস্তারিত তথ্য তুলে ধরেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পিআিরসির নির্বাহী সভাপতি হোসেন জিল্লুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ব্যুরোর যুগ্ম পরিচালক দীপঙ্কর রায়, বিবিএসের উপ-পরিচালক আলমগীর হোসেন, ইউএনডিপির আশেকুর রহমান। এ সময় হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের অনেক সফলতা এসেছে গ্রামীণ দরিদ্রতা নিয়ে। তবে নগর দরিদ্রতার বিষয়টি ভিন্ন। এখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৪৯ হাজার জন। মানুষ দ্রুত শহরের দিকে ধেয়ে আসছে। তবে নগর দরিদ্রতার অবস্থা নিয়ে তথ্যের অভাব রয়েছে। নগর নিয়ে যেসব চিন্তা হচ্ছে, তা এক ধরনের এলিট (সুশীল) কেন্দ্রিক; এখানে এমন সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজনীয়Ñ যা সবার জন্য কার্যকর। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনের উদ্বোধনী দিনে পিপিআরসির নতুন গবেষণালব্ধ গ্রন্থ ‘দ্য আরবান স্পেকট্রাম : মেট্রোপলিটন টু মফুসিল’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। সম্মেলনটি মোট ৯টি সেশনে অনুষ্ঠিত হবে, এর মধ্যে প্রথম দিন ৪টি ও শেষদিন ৫টি। এই সম্মেলনে আন্তর্জাতিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, নগরআইনজীবী, নগর ও স্থানীয় সরকারের প্রতিনিধি, এনজিও ও উন্নয়ন প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
×