ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাফল্যের আরেকটি স্বীকৃতি পেল কৃষ্ণারা

প্রকাশিত: ০৫:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০১৬

সাফল্যের আরেকটি স্বীকৃতি পেল কৃষ্ণারা

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এএফসি অনুর্ধ-১৬ ওমেন্স চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব’ আসরে বাংলাদেশ অ-১৬ মহিলা জাতীয় ফুটবল দল অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূলপর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘আমরা নেটওয়ার্ক’ মহিলা দলকে সংবর্ধনা প্রদান করে। কদিন আগে আরও কয়েকটি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মহিলা দলকে সংবর্ধনার পাশাপাশি অর্থ পুরস্কারও দেয়। কিন্তু আমরা নেটওয়ার্ক সেই পথে হাঁটেনি। তারা দিয়েছে তাদের প্রতিষ্ঠানের তৈরি নিজস্ব স্মার্টফোন, ক্লাউড স্টোরেজ ও আনুষঙ্গিক সামগ্রী। এই ফোনে এমন একটি এ্যাপস থাকবে, যার সাহায্যে ফুটবলের লাইভ কাভারেজের আপডেট জানা যাবে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বাফুফের মহিলা ফুটবল চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমাদের মেয়েদের আগামী দিনের পথচলায় সাহায্য করার জন্য আমরা নেটওয়ার্ককে ধন্যবাদ জানাচ্ছি।’ বাফুফের সহ-সভাপতি বাদল রায় বলেন, ‘অভাবনীয় সাফল্য এনে দেয়ার জন্য মেয়েদের জানাচ্ছি অভিনন্দন। মেয়েদের উদ্দেশে বলছিÑ তোমরা এখন সবাই একেকজন তারকা। এই তারকাখ্যাতিকে ধরে রাখতে তোমাদের আরও সাফল্য পেতে হবে। সেজন্য কঠোর পরিশ্রম এবং অনুশীলনের কোন বিকল্প নেই।’ আমরা নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ বলেন, ‘মেয়েদের সাফল্যে গোটা জাতি অভিভূত, আনন্দিত। আমি ব্যক্তিগতভাবে আবেগে আপ্লুত হয়েছি। আমি শৈশবে ফুটবল খেলেছি। কিন্তু পরে ক্রিকেটের প্রতি ঝুঁকে পড়ি। এখন মেয়েদের এই অভূতপূর্ব সাফল্যে আবারও আমি ফুটবল খেলাটির প্রতি গভীর আগ্রহ অনুভব করছি। মেয়েদের প্রতি আমার অনুরোধÑ তোমরা দেশের জন্য জানপ্রাণ দিয়ে খেলবে।’ উই স্মার্টফোনের উর্ধতন কর্মকর্তা ইন্তেখাব মাহমুদ বলেন, ‘মেয়েদের এই সাফল্য আমাকে দারুণ অভিভূত করেছে। আমার নিজের মেয়েও ফুটবল খেলে। আমি মেয়েদের প্রতিটি খেলাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি। চমৎকার তোমাদের স্ট্যামিনা। শুনেছি তোমাদের ক্যাম্পের মেয়াদ মাত্র এক বছরের? সময়টা আরও বাড়ানো উচিত।’ উল্লেখ্য, কদিন আগে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে মহিলা ফুটবল দলকে সংবর্ধনার মাধ্যমে আর্থিক পুরস্কারে ভূষিত করে জেমকন গ্রুপ, ক্যাল্ডওয়েল ডেভেলপার্স, সাইফ গ্লোবাল স্পোর্টস। তারা মহিলা দলকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেয় (মোট ৩৯ লাখ টাকা)। এছাড়া এসএস সলিউশনস আগামী এক বছরের জন্য বাংলার বাঘিনীদের মাসিক ভাতা দেয়ার ঘোষণা দেয়। এদিকে অনুর্ধ-১৬ নারী দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও বাংলাদেশের এ তারকাদের সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দেয়ার কথা রয়েছে। তবে দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি। এদিকে পাঁচতারা হোটেলে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় অ-১৬ মহিলা দলকে কেবল ফুলের তোড়া দিয়েই দায়িত্ব সেরেছেন! যদিও তিনি নিজে উপস্থিত হননি। এছাড়াও মহিলা দলকে দেননি একটি টাকাও পুরস্কার!
×