ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যাংকে নয়, এবার অনলাইনে টিকেট

প্রকাশিত: ০৫:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০১৬

ব্যাংকে নয়, এবার অনলাইনে  টিকেট

স্পোর্টস রিপোর্টার ॥ বরাবরই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) সিরিজের টিকেট বিক্রি করা হয়। এতে অনেক ঝামেলা হয়। এবার তাই ব্যাংকে নয়, অনলাইনে টিকেট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহজ ডট কমে টিকেট মিলবে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকেটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। সর্বোচ্চ মূল্য ১০০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড টিকেটের মুল্য ১০০০ টাকা। ভিআইপি স্ট্যান্ড টিকেটের মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। শহীদ মুস্তাক ও জুয়েল স্ট্যান্ডের টিকেটের মূল্য ৩০০ টাকা, নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকেটের মূল্য ১৫০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ডের টিকেটের মূল্য ১০০ টাকা। অনলাইন ছাড়াও ম্যাচের দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেটেও টিকেট পাওয়া যাবে। বৃহস্পতিবার বিকেল থেকেই অনলাইনে টিকেট পাওয়া যাবে। সহজ ডটকমের প্রধান নির্বাহী মালিহা কাদির জানান, ‘একজনের নামে কয়েকটি সিমের নিবন্ধন থাকতে পারে। তবে তিনি কেবল একটি সিম দিয়েই টিকেট কিনতে পারবেন।’ সঙ্গে আরও জানান, ‘ক্রেতারা টিকেট কিনতে পারবেন ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে। মোবাইল ব্যাংকিং পদ্ধতিতেও টিকেটের মূল্য পরিশোধ করা যাবে। টিকেট কিনতে জাতীয় পরিচয়পত্র বা যে কোন ফটো আইডি ও মোবাইল নম্বর লাগবে। ঢাকায় লোটোর আউট লেট থেকে টিকেট সংগ্রহ করতে হবে। কেনার সময় ব্যবহার করা পরিচয়পত্র ও মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে।’ বিসিবির পরিচালক এবং মার্কেটিং ও কর্মাশিয়াল বিভাগের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমরা গ্রাহকের কথা চিন্তা করেই অনলাইনে টিকেট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি এর মাধ্যমে টিকেটের কালোবাজারি রোধ করা সম্ভব হবে।’ ঢাকায় অবস্থিত লোটোর সাতটি আউটলেটকে পিকআপ পয়েন্ট হিসেবে নির্ধারিত করা হয়েছে। অনলাইন ছাড়াও ম্যাচের দিন আউটডোর স্টেডিয়াম থেকে হাতে হাতে টিকেট সংগ্রহ করা যাবে। এই প্রথম অনলাইনের মাধ্যমে টিকেট কেনার সুযোগ পাচ্ছে গ্রাহকরা। এর আগে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টিকেট কেনা গেলেও এবারই প্রথম পুরোপুরি অনলাইননির্ভর একটি প্রতিষ্ঠানের কাছে টিকেট বিক্রয় স্বত্ব হস্তান্তর করে বিসিবি। একটি মোবাইল নম্বর দিয়ে ক্রিকেটভক্তরা প্রত্যেক ম্যাচের তিনটি করে টিকেট কিনতে পারবেন। বৃহস্পতিবার টিকেট বিক্রি নিয়ে সংবাদ সম্মেলন করা ছাড়াও টিম কিটস, বেভারেজ, পানীয় পার্টনার ঘোষণা করা হয়েছে। সিরিজে দলের কিটস পার্টনার মিনা বাজার, বেভারেজ পার্টনার প্রাণ আপ ও অফিসিয়াল পানীয় ফ্রেশ ড্রিংকিং ওয়াটার। সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির মার্কেটিং ডিরেক্টর কাজী ইনাম আহমেদ, মিনা বাজারের সিইও নাঈম ইয়াকুব, সহজ.কমের সিইও মালিহা কাদির। টিম কিটস পার্টনার মিনা বাজারের সিইও জানান, ‘বাংলাদেশ জাতীয় দলের কিটস পার্টনার হতে পেরে আমরা গর্বিত। ২৫ সেপ্টেম্বর থেকে মিনা বাজারের প্রতিটি আউটলেটে জাতীয় দলের জার্সি সাধারণ ক্রিকেটপ্রেমীরা কিনতে পারবেন।’
×