ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও পুনরুদ্ধার করল কার্লো আনচেলত্তির দল

বেয়ার্ন মিউনিখ চারে চার

প্রকাশিত: ০৫:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০১৬

বেয়ার্ন মিউনিখ চারে চার

স্পোর্টস রিপোর্টার ॥ শতভাগ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বেয়ার্ন মিউনিখ। সেই সঙ্গে জার্মান বুন্দেসলিগায় এক ম্যাচ পর আবারও শীর্ষে ফিরল কার্লো আনচেলত্তির দল। বুধবার হার্থা বার্লিনের বিপক্ষে নতুন মৌসুমের টানা চতুর্থ জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়নরা। বেয়ার্ন মিউনিখ এদিন ৩-০ গোলে হারিয়েছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হার্থা বার্লিনকে। বেয়ার্নের হয়ে একটি করে গোল করেন ফ্রাঙ্ক রিবেরি, থিয়াগো আলকান্ত্রা এবং আরিয়েন রোবেন। গত কয়েক মৌসুম ধরেই জার্মান বুন্দেসলিগায় এককভাবে রাজত্ব করছে বেয়ার্ন। গত বছরও ব্যতিক্রম ছিল না। পেপ গার্ডিওলার অধীনে জার্মানির ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা চারবার লীগ শিরোপা জয়ের রেকর্ড গড়ে তারা। বেয়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়ন করে গত মৌসুম শেষেই বুন্দেসলিগা ছাড়ার ঘোষণা দেন স্প্যানিশ কোচ। লা লিগা, বুন্দেসলিগার পর নতুন করে ঠিকানা গড়েন ইংলিশ প্রিমিয়ার লীগে। আর তার উত্তরসূরি হিসেবে বেয়ার্নের দায়িত্ব পান কার্লো আনচেলত্তি। তবে সাবেক রিয়াল মাদ্রিদের এই অভিজ্ঞ কোচের অধীনেও দুর্দান্ত খেলছে বেয়ার্ন। বুধবার রাতে ঘরের মাঠে এ্যালিয়াঞ্জ এ্যারিনায় হার্থাকে আতিথ্য দেয়ার আগের তিন ম্যাচের প্রতিটিতে জয় পায় তারা। যে কারণে এই ম্যাচেও স্বাভাবিকভাবে ফেবারিট হিসেবে খেলতে নামে স্বাগতিকরা। তারই ধারাবাহিকতায় ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের ১৬ মিনিটে গোলের সূচনা করেন দলের ফরাসী তারকা ফ্রাঙ্ক রিবেরি। হার্থার বিপক্ষে বেয়ার্ন বাকি দুটি গোল করে দ্বিতীয়ার্ধে। মাত্র চার মিনিটের ব্যবধানেই আলকান্ত্রা ও রোবেন গোল করলে সহজ জয়ই পায় স্বাগতিকরা। চলতি মৌসুমে হার্থা বার্লিনের বিপক্ষেই প্রথম মাঠে নামেন রোবেন। নেমেই নতুন মৌসুমের প্রথম গোল উপহার দেন দলকে। শুধু তাই নয় দীর্ঘ ছয় মাসের মধ্যে এটাই তার প্রথম গোল। চোটের কারণে ছয় মাস মাঠের বাইরে থেকে ফিরেই গোল করতে পেরে দারুণ রোমাঞ্চিত ডাচ্ তারকা রোবেন। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে নিজের এই গোলের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এর অনুভূতিটা অন্যরকম।’ এদিকে বেয়ার্নের বিপক্ষে এমনভাবে হেরে হতাশ হার্থা বার্লিন। কেননা এর আগের তিন ম্যাচের সবই যে জয়ের দেখা পান তারা। তবে হার্থার কোচ পাল দারদাই জানান, পরিপূর্ণ বেয়ার্ন দলের কাছেই হেরেছে তারা। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘আজ আমরা পরিপূর্ণ বেয়ার্ন মিউনিখের বিপক্ষে খেলেছি। তারা অসম্ভব ভাল পারফর্ম করেছে। তাই আমি বলব যোগ্য দল হিসেবেই ম্যাচটি জিতেছে তারা। রক্ষণভাগে আমরা আটসাট বেঁধেই খেলতে নামি। কিন্তু তারপরও আমরা খামাখা গোলগুলো খেয়েছি।’ নতুন মৌসুমের প্রথম চার ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছে বেয়ার্ন মিউনিখ। এখন পর্যন্ত তারাই একমাত্র দল হিসেবে টানা চার জয় তুলে নিয়েছে। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এফসি কোলন। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বরুশিয়া ডর্টমুন্ড। আর পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে পাঁচ নাম্বারে অবস্থান করছে হার্থা বার্লিন।
×