ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বরিশালের ৫ যুবক নিহত

প্রকাশিত: ০৫:২৬, ২৩ সেপ্টেম্বর ২০১৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায়  বরিশালের ৫  যুবক নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ও নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ছয় বাংলাদেশী শ্রমিক নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে নিহত পাঁচজন এবং আহত একজনের বাড়ি বৃহত্তর বরিশালে। নিহত অন্যজনের বাড়ি পাবনা জেলায়। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল আটটার দিকে দাম্মাম শহরের আল জুবাইল-ডাহারান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই সহোদরের স্বজন সৌদিতে কর্মরত জেলার গৌরনদী পৌর এলাকার দিয়াশুর মহল্লার শাহজালাল সেলফোনে এ প্রতিনিধিকে জানান, বৃহস্পতিবার সৌদি আরব সময় ভোর ৫টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রামের বাসিন্দা হাকিম হাওলাদারের পুত্র বাবুল ও শহিদুল, উজিরপুরের জল্লা ইউনিয়নের বাসিন্দা শহিদ হাওলাদারের পুত্র রফিকুল ও সাইফুল ইসলাম, ভোলার সাহাবুদ্দিন, পটুয়াখালীর বাউফলের মৃত নূরুল হাওলাদারের পুত্র রফিকুল ইসলাম ওরফে বাচ্চু হাওলাদার (৩৫) দুর্ঘটনার শিকার হয়। বাচ্চুর বাড়ি বাউফলের কেশবপুর ইউনিয়নের দক্ষিণ কেশবপুর গ্রামে এবং অন্য একজন পাবনার রানা মাইক্রোবাসযোগে কর্মস্থলের যাওয়ার পথে দাম্মাম শহরের আল জুবাইল-ডাহারান সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। আহত সাইফুল ইসলামকে সৌদির কাতিপ হাসপাতালে ভর্তি ও নিহতদের লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিক সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহকে জানানোর পর ঘটনাস্থলে দূতাবাসের কর্মকর্তারা পৌঁছেছেন। অপরদিকে আগৈলঝাড়া, বাউফল ও উজিরপুরের নিহতদের বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, ওই সব বাড়িতে এখন মাতম চলছে।
×