ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০১, ২৩ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

হয়রানি বন্ধে পুলিশ সুপারের সহযোগিতা চাইলেন আওয়ামী লীগ নেতারা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় পুলিশের গ্রেফতার বাণিজ্য ও হয়রানি বন্ধে পুলিশ সুপারের সহযোগিতা চাইলেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সদর থানা, কলারোয়া থানা ও সাতক্ষীরা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে সাধারণ ও নির্দোষ মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং মিথ্যা অভিযোগে ধরে এনে অর্থ বাণিজ্যের মাধ্যমে তাদের ছেড়ে দেয়া হচ্ছে এমন অভিযোগ তুলে হয়রানি বন্ধে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। নেতারা বলেন, নবাগত পুলিশ সুপার আলতাফ হোসেন সাতক্ষীরায় যোগদানের পর তারা আশা করেছিলেন সাধারণ মানুষ পুলিশের গ্রেফতার বাণিজ্য ও হয়রানি থেকে মুক্তি পাবে। কিন্তু হয়রানি ও বাণিজ্য কমার পরিবর্তে কোন কোন ক্ষেত্রে বেড়েছে। ফলে সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। এটি অবিলম্বে বন্ধ হওয়া খুবই জরুরী বলে আওয়ামী লীগ নেতারা মনে করেন। পুলিশ সুপারের কাছে এমন প্রতিকার প্রার্থনার বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বৃহস্পতিবার জনকণ্ঠকে বলেন, পুলিশ সুপার আন্তরিকতার সঙ্গে তাদের অভিযোগ শুনেছেন এবং ভবিষ্যতে কোন সাধারণ ও নিরপরাধ মানুষ যাতে পুলিশের হাতে কোন ধরনের হয়রানির শিকার না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ্পুলিশ সুপার আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্বস্ত করেছেন। তবে এ বিষয়ে কথা বলার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের সরকারী মোবাইল নম্বরে বৃহস্পতিবার বিকেলে কয়েক দফা রিং করা হলেও তাকে মোবাইলে পাওয়া যায়নি। জেলা আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহম্মেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি টিম বুধবার দুপুরে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আলতাফ হোসেনের কার্যালয়ে যান। তারা সুনির্দিষ্ট বেশকিছু পুলিশী হয়রানির এবং পুলিশের গ্রেফতার বাণিজ্যের ঘটনা পুলিশ সুপারকে অবহিত করেন। শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর দাবি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া এবং শিক্ষা উপকরণের মূল্য হ্রাসের দাবিতে বৃহস্পতিবার চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রলীগ। বিক্ষোভকারীরা বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেয়ার নির্দেশনা থাকলেও চট্টগ্রামে তা কার্যকর নয়। এছাড়া শিক্ষা উপকরণের দাম যে হারে বাড়ছে তাতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের হিমশিম খেতে হচ্ছে। পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের ব্যানারে এ মিছিলটি নগরীর টেকনিক্যাল মোড় প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে এক সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন পলিটেকনিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান দাশ, কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস আরিফ হাসান, এজিএস ইয়াসিন আরাফাত বাপ্পী, পলিটেকনিক ছাত্রলীগ নেতা কামরুল, রাসেল জমাদ্দার। বক্তারা বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর নির্দেশনা রয়েছে। দেশের অনেক স্থানে এ নির্দেশনা প্রতিপালিত হলেও চট্টগ্রামে পুরো ভাড়াই আদায় করা হচ্ছে। তারা পরিবহন সেক্টরে মন্ত্রীর নির্দেশনা কার্যকরের দাবি জানান। গোপন সুড়ঙ্গ থেকে বিপুল মদ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২২ সেপ্টেম্বর ॥ কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের বেওতা গ্রামের চিহ্নিত মাদক বিক্রেতা জাকির হোসেনের বাড়ির ভেতর স্থাপিত একটি গোপন সুড়ঙ্গ থেকে ৪১০ লিটার বাংলা মদ উদ্ধার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে মদ উদ্ধারের পর রাতেই সেগুলো ধ্বংস করা হয়। মাদক উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন তারানগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাদশা আলম, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, ইউপি সদস্য সাদেকুর রহমান। সাবরেজিস্ট্রারের পদত্যাগ দাবি নিজস্ব সংবাদদাতা, সাভার, ২২ সেপ্টেম্বর ॥ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আশুলিয়ার সাবরেজিস্ট্রার গাজী আবু হানিফের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করেছে আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতি। বৃহস্পতিবার সকাল থেকে আশুলিয়া সাবরেজিস্ট্রারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করে তারা। কর্মবিরতি করার ফলে সাবরেজিস্ট্রার অফিসে আসা লোকজন চরম দুর্ভোগে পড়েন। আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি তাজুল ইসলাম জানান, আশুলিয়ার সাবরেজিস্ট্রি অফিসে যোগদানের পর থেকে গাজী আবু হানিফ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ ও বিভিন্ন ধরনের হুমকিধমকি দিয়ে আসছে। বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি শুরুর পর থেকে সাবরেজিস্ট্রার তার কার্যালয়ে তালা ঝুলিয়ে অফিসের ভেতরে অবস্থান নেয়। পদত্যাগ না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান তিনিসহ সমিতির অন্যান্য সদস্য। অস্ত্রসহ দুই বনদস্যু গ্রেফতার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সুন্দরবনের কুখ্যাত বনদস্যু রোকন বাহিনীর দুই সদস্যকে ২টি আগ্নেয়াস্ত্র¿ ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে শাকবাড়িয়া নদীর পূর্বপাশে ডাকাতির প্রস্তুতিকালে কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে বনদস্যু রোকন বাহিনীর সদস্য কয়রা গ্রামের ভবসিন্ধু ম-ল ও জাব্দিপুর গ্রামের বাদশা খানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী বন্দুক, ১টি টুটুবোর রাইফেল ও ৪ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। হত্যার বিচার দাবিতে রমেকে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২২ সেপ্টেম্বর ॥ রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোকলেছুর রহমানের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে রমেক হাসপাতালের সামনে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে অংশ নেন, নিহতের স্ত্রী খোরশেদা বেগম, ৪র্থ শ্রেণীর কর্মচারীর সভাপতি আনিছার রহমান, সহসভাপতি জলিল মিয়া, ডালিম, রেজিয়া বেগমসহ কর্মচারী সমিতির অন্য নেতারা। গত ৯ সেপ্টেম্বর রমেকের ৪র্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান নৃশংসভাবে খুন হন। বজ্রপাতে মৎস্যজীবী নিহত স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে বজ্রপাতে নুরুল ইসলাম (৫০) নামের এক মৎস্যজীবী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিরাজদিখান উপজেলার লতাব্দী ইউনিয়নের রামান্দ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে রামান্দ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীতে ভেসাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নুরুল ইসলাম মারা যায়। বিএনপির ১৩০ নেতাকর্মীর নামে অভিযোগপত্র স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ পেট্রোলবোমায় পান ব্যবসায়ী গণেশ দাস হত্যার অভিযোগে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি মজিবুর রহমান লেবুসহ ১৩০ নেতাকর্মীর বিাংদ্ধে পুলিশ বৃহস্পতিবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র (চার্জশীট) জমা দিয়েছে। ২০১৫ সালের ৩১ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে সদর উপজেলার রামগাতিতে পেট্রোল বোমা হামলায় পান ব্যবসায়ী গণেশ দাস নিহত হয়। চার্জশীটে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, মুন্সী কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সহ-সাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজ, সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস, সিরাজগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা, সাধারণ সম্পাদ মুন্সী আলম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট, সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবুসহ ১৩০ জনের নাম রয়েছে। পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২২ সেপ্টেম্বর ॥ বোরহানউদ্দিন উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশু বোন সাবিনা ( ৮) ও সুমাইয়া আক্তার (৭) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব কাজীর বাড়ির পুকুরে। নির্মাণাধীন স্কুলের ছাদ ধসে আহত ২ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নির্মাণাধীন একটি স্কুলের দ্বিতল ভবণের ছাদের একাংশ ভেঙ্গে ২ শ্রমিক আহত হয়। এ সময় উত্তেজিত লোকজন ঠিকাদার গোলাম মোস্তফাকে বিদ্যালয় কক্ষে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখে। প্রতিবাদ করায় এক নারীকে লাঞ্চিত করে ইউপি আওয়ামী লীগ নেতার পুত্র। পরে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করে ঠিকাদারকে উদ্ধার করে। ছাদ ধসে পড়ার ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কে স্কুল ছেড়ে বাড়িতে চলে যায়। ফলে স্কুলের কার্যক্রম বন্ধ হয়ে যায়। জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে উত্তর কুমরপুর আবিরের ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন দ্বিতল ভবনের ছাদের একাংশ ভেঙ্গে দুলাল মিয়া (৩০) ও সমিনুর রহমান (১৮) নামে দু’শ্রমিক আহত হয়। এদের দু’ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পাটের আঁশ ছাড়ানো প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২২ সেপ্টেম্বর ॥ আধুনিক পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানো বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণ কর্মশালায় ফরিদপুরের বিভিন্ন উপজেলার শতাধিক পাট চাষী অংশ নেয়। বৃহস্পতিবার সকালে স্থানীয় পাট গবেষণা কেন্দ্রে মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউটের মুখ্য কর্মকর্তা ফিরোজা আখতার। জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মনিকা রানী দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল আলীম, জি এম আবদুর রউফ, আবুল বাশার মিয়া প্রমুখ। কংক্রিটের রাস্তা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২২ সেপ্টেম্বর ॥ রংপুর মহানগরীর প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি মোড় থেকে ১৪০ মিটারের (আরসিসি) কংক্রিট রাস্তা উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু। বৃহস্পতিবার সকালে এ রাস্তা উদ্বোধনের মধ্য দিয়ে এটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেনÑ রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাফিজ আহম্মেদ ছট্টু, মাহবুবার রহমান মঞ্জু, সেকেন্দার আলী, আব্দুর রাজ্জাক, আনোয়ারুল ইসলাম, সচিব মোঃ রাশেদুল ইসলাম, রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী প্রমুখ। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
×