ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় খাগড়াছড়িতে নিহত চার ॥ আহত ৩০

প্রকাশিত: ০৪:০০, ২৩ সেপ্টেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় খাগড়াছড়িতে নিহত চার ॥ আহত ৩০

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মাটিরাঙ্গার সাপমারা এলাকায় যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে ২ শিশুসহ ৪জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, খাগড়াছড়ি হতে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসটি (চট্টমেট্রো- ব -১১-০০৩৯)সাপমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে এক শিশুসহ ৩জন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়। নিহতদের মধ্যে একজনের নাম (মুসলিম উদ্দিন ৫৫)। শেরপুরে এক নিজস্ব সংবাদদাতা, শেরপুর থেকে জানান, নকলায় বাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ওসমান গনি (৫৫) নামে যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছে। বুধবার রাতে উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামসোনা এলাকার বাসিন্দা। টাঙ্গাইলে মামা-ভাগনি নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় মামা-ভাগনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার যোকারচরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার কহিক প্রামাণিকের ছেলে রহিম প্রামাণিক ও তার ভাগনি ওই জেলার চাটমোহর উপজেলার হাসান আলীর মেয়ে আঁখি পারভীর।
×