ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফৌজদারহাটে ট্রেন দুর্ঘটনায় ২ কর্মকর্তা সাসপেন্ড

প্রকাশিত: ০৪:০০, ২৩ সেপ্টেম্বর ২০১৬

ফৌজদারহাটে ট্রেন  দুর্ঘটনায় ২ কর্মকর্তা সাসপেন্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ফৌজদারহাট রেল স্টেশন এলাকায় ট্রেন দুর্ঘটনার তদন্ত রিপোর্ট বৃহস্পতিবার জমা দিয়েছে কমিটি। প্রতিবেদনের অভিযোগ অনুযায়ী বিভাগীয় পরিবহন কর্মকর্তা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ২ জনকে সাময়িক বরখাস্ত করেছেন। গত ১৪ সেপ্টেম্বর মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতির ঘটনায় শাস্তিমূলক এ ব্যবস্থা গ্রহণ করেছে কমিটি। এ ঘটনায় রেলের যান্ত্রিক বিভাগের ক্ষতি হয়েছে প্রায় ১৯ লাখ টাকা। জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর সিজিপিওয়াই থেকে কন্টেনার বোঝাই বিএফসিটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। ফৌজদারহাট স্টেশনে চাঁদপুর ঈদ স্পেশাল ট্রেন চালানোর জন্য কন্ট্রোলার শহীদুল আনোয়ার স্টেশন মাস্টারকে কন্টেনার ট্রেনটি থামিয়ে রাখাতে চাপ প্রয়োগ করেন। ট্রেনের অবস্থান নিশ্চিত না হয়ে সেটকৃত রুট ও প্রদত্ত সিগন্যাল বাতিল করায় উক্ত দুর্ঘটনা ঘটে বলে তদন্ত কমিট রিপোর্ট দিয়েছে। এই দুর্ঘটনার জন্য পাহাড়তলীতে কর্মরত কন্ট্রোলার শহীদুল আনোয়ার ও ফৌজাদার স্টেশনের মাস্টার সনজিব দাশকে দোষী সাব্যস্ত করা হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার একটি দফতর আদেশ দেয়া হয়েছে অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে। এ আদেশে দুই কর্মকর্তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
×