ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কবরে শোয়ানোর আগে কেঁদে উঠল নবজাতক

প্রকাশিত: ০৪:০০, ২৩ সেপ্টেম্বর ২০১৬

কবরে শোয়ানোর আগে কেঁদে উঠল নবজাতক

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২২ সেপ্টেম্বর ॥ কবর খোড়া হলো। নবজাতকের মাথা কোন্দিকে রয়েছে তা দেখার জন্য খোলা হলো কার্টন। কার্টন খুলতেই কেঁদে ওঠে নবজাতক। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে ফরিদপুর শহরের আলীপুরস্থ পৌর গোরস্তানে। দ্রুত নবজাতককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। নবজাতকের দাদা আবুল কালাম মিয়ার বাড়ি শহরের কমলাপুর এলাকায়। তিনি বলেন, তার ছেলে নাজমুল হুদা (২৬) ঢাকায় থাকে। চার বছর আগে নাজনীন আক্তারকে বিয়ে করেন। এটি তাদের প্রথম সন্তান। ফরিদপুরে বেড়াতে আসার পর গত বুধবার রাত ৯টার দিকে নাজনীনের প্রসব বেদনা শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে তাকে শহরের ডাঃ জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে স্বাভাবিকভাবে নবজাতক মেয়ের জন্ম হয়। পরে চিকিৎসক বলেন, শিশুটি মৃত হয়েছে। এরপর শিশুটিকে একটি কার্টনে ভরে হাসপাতালের দোতলায় মেঝের ওপর রেখে দেয়া হয়। রাত তিনটার দিকে শিশুটিকে কবর দেয়ার জন্য গোরস্তানে নিয়ে যাওয়া হয়।
×