ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার বিচার শুরু

প্রকাশিত: ০৩:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০১৬

মাগুরায় মাতৃগর্ভে  শিশু গুলিবিদ্ধ মামলার বিচার শুরু

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২২ সেপ্টেম্বর ॥ বৃহস্পতিবার থেকে দেশব্যাপী চাঞ্চল্যকর মাগুরা পৌর দোয়ার পাড়ের নবজাতক ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ এবং এক ব্যক্তি নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার বিচার শুরু হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে বিচার শুরু হয়েছে। আসামিরা আদালতে হাজির ছিলেন। তাদের পক্ষে আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করলে শুনানি শেষে উচ্চ আদালতের জামিন থাকায় আদালত ১১ জনের জামিন মঞ্জুর করেন এবং আসামি আলী ও মুজিবরের জামিনের আবেদন নামঞ্জুর করেন। মামলার পাবর্তী দিন ধার্য হয়েছে ২৩ নবেস্বর ২০১৬। ২০১৫ মালের ২৩ জুলাই বিকেলে মাগুরা পৌর এলাকার দোয়ারপাড়ে ক্ষমতাসীন দলের দু’গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন ভুইয়া নামে এক ব্যক্তি নিহত এবং মাতৃগর্ভে নবজাতক ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ হন।
×