ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পশু প্রজনন বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ০৩:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০১৬

পশু প্রজনন বিষয়ক কর্মশালা

বাকৃবি সংবাদদাতা ॥ আধুনিক প্রজনন কৌশল বিষয়ে খামারিদের নিয়ে দিনব্যাপী কর্মশালা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক বিভাগের প্রধান ড. মোঃ মাহমুদুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আকবর। এছাড়া অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গোলাম শাহি আলম। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ড. মোঃ মাহবুব মোস্তফা, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক ড. মনোরঞ্জন দাস, প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডাঃ একেএম নজরুল ইসলাম।
×